মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটার (Twitter) সকলের কাছে প্রচন্ডরকম জনপ্রিয়। ইদানীংকালে টুইটারের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক ফিচার আমরা পেয়েছি। আর খুব শীঘ্রই আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে চলে আসছে টুইটার। সেটা হলো সাইন-ইন উইথ গুগল (Sign-in-with-Google) ফিচার।
টুইটারে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেই সাইন ইন/ সাইন আপ করা যাবে
এতদিন ধরে টুইটারে সাইন আপ করার জন্য সমস্ত ডিটেইলস পুট করতে হত। Continue with Google অপশন ছিল না। এর ফলে অনেক ইউজারা সমস্যা ফিল করতেন। সমস্ত কিছু ডিটেলস টাইপ করাও সময়সাপেক্ষ লাগতো অনেকের কাছেই। আবার কোন কোন ক্ষেত্রে পাসওয়ার্ড ভুলে গেলে বা অন্য ডিভাইস থেকে সাইন-ইন করলে OTP ব্যবহার করার প্রয়োজন হতো। আর সেটা অনেকটাই সময়সাপেক্ষ ব্যাপার।
কোন কোন সময় আবার মোবাইল নেটওয়ার্কের সমস্যা বা টুইটার এর সমস্যার কারণেও OTP পেতে দেরি হয়ে যায়। যার জন্য Sign In/Sign Up থেমে থাকতো। এবার মনে করা হচ্ছে এই সমস্যা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে টুইটার খুব শীঘ্রই।
এই বিষয়ে Jane Manchun Wong একটি ছবি শেয়ার করেছেন। যা থেকে মনে করা হচ্ছে খুব শীঘ্রই টুইটার এর মধ্যেও Continue with Google অপশন চলে আসবে। অর্থাৎ আমাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করেই অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্ম গুলোর মতই টুইটারেও এবার আমরা সাইন ইন/সাইন আপ করতে পারব।
অনেক সময় ব্যয় করে আবার আগের মত সমস্ত ডিটেইলস টাইপ করতে হবে না আমাদের। এই বিষয়ে যে ছবি শেয়ার করেছেন Jane যেখানে সাইন আপ এবং লগইন এর উপরেই Continue with Google অপশন রয়েছে।
নিঃসন্দেহে এই সুবিধা এনেবেল করা হলে অনেকেরই প্রচন্ড রকমের সুবিধা হবে। আবার এর অসুবিধাও আছে কিছু। সমস্ত কিছু মিলিয়ে এই সুবিধা অনেকেই চান। যদিও টুইটারে থেকে এখনো পর্যন্ত অফিশিয়ালি জানানো হয়নি কবে ফিচারকে রোল আউট করে দেওয়া হবে।
তবে আশা করা যাচ্ছে খুব বেশি দেরি করা হবে না এই ফিচার রোল আউট করতে। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।