Tweet কে সরাসরি Share করুন Instagram Story তে, নতুন সুবিধা নিয়ে এল Twitter

easily share your tweet directly to instagram story
Easily Share Your Tweets on Instagram Stories (Image : Twitter)

এবার খুব সহজেই আপনার টুইট (Tweet) সরাসরি Instagram Story-তে শেয়ার করতে পারবেন। অতি সম্প্রতি এমনই এক ফিচার নিয়ে চলে এলো টুইটার (Twitter)। নিতে হবে না টুইটের স্ক্রিনশট। তারপর সেই স্ক্রিনশটটা অন্য কোথাও শেয়ার করতে হবে না। সরাসরি টুইটার অ্যাপ্লিকেশন থেকেই আপনার টুইট শেয়ার করে দিতে পারবেন আপনার ইনস্টাগ্রম স্টোরি তে। চলুন দেখে নেব সেই পদ্ধতিটা। 

কিভাবে আপনার Tweet কে Instagram Story-তে শেয়ার করবেন? 

Instagram Story-তে শেয়ার করার আগে অবশ্যই জেনে নিন, শুধুমাত্র আইওএসে টুইটার ইউজারদের জন্যই এই ফিচারকে এখন এনেবেল করে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েডের জন্য হয়তো খুব শীঘ্রই নিয়ে আসা হবে। কিন্তু এখনো নিয়ে আসা হয়নি এবং কবে নিয়ে আসা হবে সেই বিষয়ে কোনো রকম খবর পাওয়া যায়নি।  

কাজটি করার জন্য প্রথমে আপনার টুইটার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। তারপর একটি টুইট করুন। যে Tweet কে আপনি শেয়ার করতে চাইছেন আপনার ইনস্টাগ্রাম স্টোরিতে।

এবার টুইটের নিচে দেখুন শেয়ার (Share) অপশন আছে। তার উপর ক্লিক করুন। তাহলে ওখানে শেয়ার অপশন এর মধ্যে Instagram Story অপশন দেখিয়ে দেওয়া হবে। সেই অপশনে ট্যাপ করে নিন। 

জানেন কি : কিভাবে ট্রুকলার থেকে আপনার নাম্বার রিমুভ করবেন? TruCaller থেকে বেরিয়ে আসতে চাইলে অবশ্যই দেখুন

এরপর আপনার কাছ থেকে আপনার ইনস্টাগ্রাম ওপেন (Open Instagram) করার পারমিশন চেয়ে নেওয়া হবে। সেই পারমিশন দিয়ে দিন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ইনস্টাগ্রম স্টোরি এসে যাবে। সেখানে আপনি প্রয়োজন হলে কিছু লিখে নিতে পারবেন বা আলাদা স্টিকার বা GIF অ্যাড করে দিতে পারবেন।

সবশেষে সেন্ট (Sent) অপশনটিতে ক্লিক করে দিলেই ইনস্টাগ্রাম স্টোরিতে আপনার টুইট শেয়ার হয়ে যাবে। এইভাবে আপনার টুইট কে ইনস্টাগ্রামের শেয়ার করলেও মনে রাখবেন এই স্টোরিতে ট্যাপ করে কেউ সরাসরি আপনার টুইটারে চলে যেতে পারবে না। 

প্রসঙ্গত উল্লেখ্য, আমরা আগেও দেখেছিলাম হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট করে সেই স্ট্যাটাস সরাসরি ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করার অপশন দিয়েছিল। এবার সেই পথ অবলম্বন করল টুইটারও। কেমন লাগলো আপনার টুইটারের এর নতুন সুবিধা? কমেন্ট করে জানাতে ভুলবেন না। 

শ্রেষ্ঠ টেক -এর সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook -এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।