ট্রুকলার (TrueCaller) এর জনপ্রিয়তা দিনের পর দিন বাড়তে থাকলেও অনেকেই চান না তাদের নাম্বার ট্রুকলারে থাকুক। অনেকেই চান যেন তাদের নাম না দেখানো হয়। অনেকের আবার ট্রু কলারে খুব বাজে একটা নাম দেখাচ্ছে। সেই জন্য প্রয়োজন পড়ে ট্রুকলার থেকে তাদের নিজের নাম্বার ডিলিট করতে।
আপনার যদি এইরকম সমস্যা হয়ে থাকে। আপনি যদি চান ট্রুকলার থেকে আপনার নিজের নাম্বার ডিলিট করতে (Delete Number from TrueCaller)। তাহলে আজকের আর্টিকেলে আপনাকে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝিয়ে দেবো আমরা।
কিভাবে ট্রুকলার থেকে নিজের নাম্বার ডিলিট করবেন?
সর্বপ্রথম বলে রাখা প্রয়োজন আপনি যদি ট্রুকলার অ্যাপ্লিকেশনকে (TrueCaller App) ব্যবহার করেন, তাহলে প্রথমে একটু সমস্যায় পড়তে হতে পারে নাম্বার রিমুভ করতে। তার জন্য আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্ট কে ডিএকটিভেট (Deactivate) করতে হবে।
সেটা করার জন্য আপনি যদি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করেন তাহলে প্রথমে TrueCaller অ্যাপ্লিকেশন ওপেন করেনিন। তারপর বাঁদিকে উপরের কোনে একটা পিপল আইকন (People Icon) রয়েছে। তার উপর ট্যাপ করুন। তারপর সেটিংস (Settings) এ যান। সেখান থেকে এবাউট (About) এ যান। তার মধ্যে ডিএক্টিভেট অ্যাকাউন্ট (Deactivate Account) পেয়ে যাবেন।
আইফোনের ক্ষেত্রেও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। ডান দিকে উপরে একটা গিয়ার আইকন (Gear Icon) রয়েছে। তার উপর ট্যাপ করুন। About TruCaller সেকশনে যান। নিচের দিকে দেখুন Deactivate TruCaller Account রয়েছে। তার উপর ট্যাপ করুন। তাহলেই আপনার অ্যাকাউন্ট Deactivate হয়ে যাবে। আপনার একাউন্ট ডিঅ্যাক্টিভেশন এর পর বাকি কাজটা আরও সহজ হয়ে যায়।
জেনেনিন : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন
এবার আমরা করবো ট্রু-কলারের ডেটাবেস থেকে আমাদের নাম্বার রিমুভ। সেটা করার জন্য এই https://www.truecaller.com/unlisting ইউআরএল টিকে কপি করে নিন। আপনার ব্রাউজারে পেস্ট করে URL এর মধ্যে যান। তারপর সঠিকভাবে উপযুক্ত কান্ট্রি কোড দিয়ে আপনার ফোন নাম্বারটি কে টাইপ করুন।
তারপর নিচের ড্রপডাউন মেনু থেকে আপনার আনলিস্টিংয়ের কারণ সিলেক্ট করুন। তারপর সঠিক ভাবে ভেরিফিকেশন ক্যাপচা টাইপ করে দিন। আর Unlist অপশনে ক্লিক করে দিন। ব্যস তাহলেই হবে। এরপর ট্রুকলার জানাচ্ছে 24 ঘণ্টার মধ্যেই তাদের সার্ভার থেকে আপনার নাম্বার ডিলিট করে দেওয়া হবে। আর আপনি সেই ধরনের সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন।