গুগল তাদের I/O 2021-এ নতুন এক AI Model দেখিয়েছিল। তার নাম ল্যামডা (LaMDA)। ফুল ফর্ম Language Model for Dialogue Applications। প্লুটো প্লানেটের হয়ে কথা বলতে দেখেছিলাম আমরা তাকে। এবার মনে করা হচ্ছে এই LaMDA-র সাহায্যে নতুন এক অ্যাপ্লিকেশন তৈরির প্রতি মনোযোগ দিচ্ছে গুগল। এই অ্যাপ্লিকেশনের নাম হতে চলেছে Tivoli। যার মাধ্যমে গুগল কম্পিট করতে চাইছে Duolingo-র মতো App এর সাথে।
Duolingo-র কম্পিটিটর App নিয়ে আসছে গুগল
জনপ্রিয় এক এপের মতই আরও একটা অ্যাপ্লিকেশন তৈরি করার টেকনোলজির জগতে নতুন কিছু নয়। এর আগেও বহু নিদর্শন আমরা দেখেছি। এই ধরনের ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের জগতে Duolingo অতি জনপ্রিয় এক অ্যাপ্লিকেশন। 300 মিলিয়ন এর বেশি ফলওয়ার্স রয়েছে এই অ্যাপ্লিকেশনের। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছেন তারা।
নানান ধরনের ভাষা তারা সেই অ্যাপ্লিকেশনের শিখতে পারেন। এবার সেই অ্যাপ্লিকেশনের সাফল্যের স্বাদ কিছুটা হলেও গ্রহণ করতে চাইছে গুগল। তাদের এই আপকামিং Tivoli অ্যাপ্লিকেশনের মাধ্যমে। মনে করা হচ্ছে এই বিষয়ে যাবতীয় কাজকর্ম রীতিমতো জোরকদমে শুরু করে দিয়েছে গুগল।
জেনেনিন : পাবজি মোবাইলের Data ফিরিয়ে নিয়ে আসা যাবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াতেও? জেনে নিন সঠিক তথ্য
হয়তো এই বছরের শেষের দিকেই লঞ্চ করে দেওয়া হতে পারে গুগলের এই নতুন ল্যাঙ্গুয়েজ লার্নিং প্লাটফর্ম কে। যদিও এই Tivoli এখনও একদমই ডেভলপমেন্ট পর্যায়ে রয়েছে। তবুও গুগল এর তরফ থেকে আরও একটা অসাধারন প্রোডাক্ট এর অপেক্ষায় আমরা থাকবো সবাই।
বিশেষত যারা নতুন ভাষা শিখতে ভালবাসেন তারা তো আছেনই। এবার দেখা যাক Duolingo-র সাথে টক্কর কেমন হয়। কোন এপ্লিকেশন কে বেশি পছন্দ করেন সাধারণ ইউজাররা সেটাও খেয়াল রাখবো আমরা।