টুইটার Tip Jar-এ এড করলো Razorpay, ইউজাররা এবার Twitter থেকেও টাকা ইনকাম করতে পারবেন, জেনে নিন বিস্তারি

tip jar
How to Tip Using Tip Jar (Image Credit : Twitter)

এবার ভারতীয় টুইটার ইউজাররাও খুব সুন্দর ভাবে এবং খুব সহজেই টুইটার থেকে টাকা ইনকাম করতে পারবেন। আর সেজন্যই টুইটার অ্যাড করে দিল নতুন মনিটাইজেশন মাধ্যম Tip Jar-এ ভারতীয় পেমেন্ট গেটওয়ে। এই Tip Jar-এ এড করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান পেমেন্ট মাধ্যম ইউপিআই (UPI) কেউ। শুধুমাত্র ইউপিআই নয় এই বিষয়ে টুইটার পার্টনারশিপ করেছে Razorpay-এর সাথেও।

টুইটার Tip Jar-এ অ্যাড করে দিল RazorPay

যার সাহায্যে ইন্ডিয়ান টুইটার ক্রিয়েটরদের তাদের ফলওয়ার্স ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং অন্যান্য মাধ্যমের সাহায্যে টাকা পেমেন্ট করতে পারবেন Tip হিসাবে। এই নতুন Tip Jar ফিচারের সাহায্যে।  

এই বিষয়ে টুইটার জানিয়েছে প্রাথমিকভাবে লিমিটেড কিছু ইউজাররা এই ফিচার দেখতে পাবেন। তার মধ্যে যেমন ক্রিয়েটররা রয়েছেন। তেমনই জার্নালিস্ট থেকে শুরু করে পাবলিক ফিগার, এক্সপার্ট এবং কমিউনিটি লিডাররা এদের মধ্যে অন্যতম। আরও খুশির খবর টুইটার জানাতে ভোলেনি। তারা জানিয়েছে আরও নতুন মনিটাইজেশন ফিচারস নিয়ে আসা হবে টুইটারে। তার মধ্যে এটাই হল প্রথম। 

অনেক টুইটার ক্রিয়েটরদের এর ফিচার এর ফলে সুবিধা হবে। আপনি যদি টুইটার ইউজ করেন তাহলে কি করে এই ফিচারকে এনেবেল করতে হবে সেটা অবশ্যই জেনে নিতে ভুলবেন না।

কিভাবে Tip Jar ফিচার এনেবেল করবেন? 

একটি ফিচার আইওএস ও এন্ড্রয়েড দুটো প্লাটফর্মেই টুইটার অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন এনেবেল করতে পারবেন। সর্বপ্রথম আপনার Twitter App লেটেস্ট ভার্সনে আপডেট করে নিন। 

তারপর অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে প্রথমে টুইটার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিন। তারপরে বাঁদিকে উপরের কোনায় যে Three Bars Menu রয়েছে। যাকে হ্যামবার্গার মেনু বলা হয়। তারপর ট্যাপ করুন।

তার নিচে প্রোফাইল অপশনে চলে যান। তার মধ্যে চলে যান এডিট প্রোফাইল অপশনের মধ্যে। এখানেই Tip Jar ফিচারটিকে দেখতে পাওয়া যাবে। যদি ফিচারটিকে অন করতে চান তাহলে এলাও করে দিন অন করে। Allow করার পর আপনাকে পেমেন্ট পার্টনার অ্যাড করতে হবে। যেটা ভারতে এখন রয়েছে Razorpay। 

তবে একটা কথা আপনার মনে আসতে পারে। এই Tip Jar থেকে যে টাকা আপনি ইনকাম করবেন তার কোন অংশ কি টুইটার কেটে নেবে? তাহলে খুশির খবর আপনাকে দিয়ে রাখি। Tip Jar থেকে যে পরিমাণ পরিমাণ টাকা আপনি পাবেন তার কোনো অংশই টুইটার কেটে নেবে না। 

তবে এর পরেও Ticketed Space এবং Super Follows নামে দুটো ফিচার নিয়ে আসছে। সেগুলোর থেকে টুইটার তাদের শেয়ার কেটে নেবে। আপাতত এই Tip Jar এর ক্ষেত্রে শেয়ার কেটে নেওয়া থেকে চিন্তা করতে হবে না আপনাকে। নিঃসন্দেহে ইন্ডিয়ান ক্রিয়েটরদের জন্য এটা ইনকাম করার একটা খুব সুন্দর মাধ্যম হয়ে দাঁড়াবে বলে মনে করছে এক্সপার্টরা।