লঞ্চ হল Realme Narzo 30 4G ও Narzo 30 5G ভেরিয়েন্ট, জেনেনিন এর স্পেসিফিকেশন্স, দাম, সেল ডেট

realme nazo 30 4g narzo 30 5g launched price specifications sale date

অবশেষে আজকেই রিয়েলমির তরফ থেকে লঞ্চ হয়ে গেল বহু প্রতীক্ষিত Realme Narzo 30 4G এবং Narzo 30 5G ভেরিয়েন্ট। চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে।

Realme Narzo 30 4G স্পেসিফিকেশন 

Realme Narzo 30 4G-এর মধ্যে আপনি পেয়ে যাবেন 6.5 ইঞ্চি LCD FHD+ রেজোলিউশনের ডিসপ্লে। ডিসপ্লের রিফ্রেশ রেট 90Hz এর। সাথে পিক ব্রাইটনেস 580nits এর। পেয়ে যাবেন আই প্রটেকশন এর সুবিধা। এবার আসি এই স্মার্টফোনের ক্যামেরা সম্পর্কে। রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেলের, তার পরেই রয়েছে 2MP ম্যাক্রো লেন্স এবং 2MP ডেফথ সেন্সর। 

ডিজাইন সম্পর্কে বলতে গেলে এর মধ্যে বিশেষ V শেপের Race Track ডিজাইন পাওয়া যাবে এই স্মার্টফোনে। দুটি কালার অপশন রয়েছে- রেসিং সিলভার এবং রেসিং ব্লু। রয়েছে সাইট মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এবার প্রসেসরের কথা বলি। প্রসেসর হিসেবে পাওয়া যাচ্ছে Mediatek Helio G95 প্রসেসর। সাথে Mali G76 GPU। 

জানেন কি : 20,000 টাকার বেশি দাম কমে গেল IQOO 3 স্মার্টফোনের, সুবর্ণ সুযোগ মিস করবেন না

এবার আসি ব্যাটারিতে। ব্যাটারি হিসেবে রয়েছে 5000mAh ব্যাটারি। আর এই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য পাওয়া যাবে 30W Dart Charger। এটি মাত্র 26 মিনিটের মধ্যেই 60% পর্যন্ত চার্জ দিয়ে দেবে ব্যাটারিকে। এবং 55 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে ব্যাটারি। যা দারুন সুবিধাজনক ব্যাপার হবে। 4GB RAM ও 64GB স্টোরেজ এবং 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই স্মার্টফোন পাওয়া যাবে। 

Realme Narzo 30 5G স্পেসিফিকেশন্স

Realme Narzo 30 5G এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চির LCD FHD+ ডিসপ্লে। এর রিফ্রেশ রেট 90Hz এর। পিক ব্রাইটনেস পাওয়া যাবে 600nits এর। এর ওজন মাত্র 185grams। আর থিকনেস মাত্র 8.5mm। প্রসেসর হিসাবে রয়েছে 5Mediatek Dimensity 700 5G প্রসেসর। রয়েছে সাঈদ মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 

ব্যাটারির কথা বলতে গেলে পাওয়া যাবে 5000mAh এর ব্যাটারি। সাথে পাওয়া যাবে 18W এর চার্জার। স্মার্টফোনটি শুধুমাত্র 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজের সাথেই পাওয়া যাবে। ক্যামেরা হিসাবে পাওয়া যাবে 48MP প্রাইমারি ক্যামেরা, 2MP ম্যাক্রো লেন্স ও 2MP ব্ল্যাক এন্ড হোয়াইট পোর্ট্রেট লেন্স। রয়েছে 16MP সেলফি ক্যামেরা। 

স্মার্টফোন দুটির দাম 

Realme Narzo 30 4G এর 4GB RAM ও 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 12,499 টাকা। এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 14,499 টাকা। অপরদিকে Realme Narzo 30 5G এর 6GB ও 128GB ভেরিয়েন্ট এর দাম রাখা হয়েছে 15,999 টাকা। 

Realme Narzo 30 4G এর প্রথম সেল শুরু হবে 29 জুন দুপুর ঠিক 12টায়। Realme Narzo 30 5G এর প্রথম সেল শুরু হবে 30 জুন দুপুর ঠিক 12 টায়। সেল করা হবে Flipkart ও Realme অফিসিয়াল অনলাইন স্টোর থেকে। 

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।