Group Video Call, Screen Sharing সহ একগুচ্ছ নতুন ফিচার নিয়ে চলে এলো Telegram App, দারুন সুবিধা হবে সকলেরই

telegram introduces group video call screen sharing interesting features
Telegram Introduces a Bunch of Interesting Features (Image Credit : Telegram)

টেলিগ্রাম (Telegram) অ্যাপ্লিকেশন আমাদের সকলের কাছেই অত্যন্ত রকমের জনপ্রিয়। দিনের পর দিন এই অ্যাপ্লিকেশনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা খেয়াল রেখেই এই অ্যাপ্লিকেশনের মধ্যে নিত্যনতুন নানান ফিচার আমরা পেয়েছি। এবার তেমনই একগুচ্ছ নতুন ফিচার যোগ করে দেওয়া হল টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন নতুন ফিচার যোগ করে দেওয়া হল টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে। 

প্রথমেই বলবো গ্রুপ ভিডিও কল (Group Video Call) ফিচারের ব্যাপারে। এবার টেলিকম অ্যাপ্লিকেশনের সাহায্যে গ্রুপ ভিডিও কল করা যাবে। শুধুমাত্র স্মার্টফোন থেকেই নয় ট্যাবলেট, এমনকি ডেস্কটপ থেকেও এই গ্রুপ ভিডিও কল ফিচারটি ব্যবহার করা যাবে। কোন গ্রুপে ভয়েস চ্যাট (Voice Chat) চলাকালীন সেই ভয়েস চ্যাট কে ভিডিও চ্যাটে সুইচ করে নিতে পারা যাবে।

টেলিগ্রাম জানাচ্ছে এই ভয়েস চ্যাটে জয়েন করার প্রথম 30 জন ভিডিও কলে পার্টিসিপেট করতে পারবেন। খুব শীঘ্রই এই সংখ্যাটা কেও বাড়ানো হবে বলে জানিয়েছে তারা। শুধু মাত্র এখানেই শেষ নয়। আরও একগুচ্ছ নতুন ফিচার নিয়ে আসা হয়েছে যার মধ্যে অন্যতম হলো স্ক্রীন শেয়ারিং (Screen Sharing)। 

জানেন কি : স্মার্টফোনেরই একটা অংশ খুলে নিয়ে হয়ে যাবে স্মার্টওয়াচ, এমন অদ্ভুত পেটেন্ট ফাইল করেছে স্যামসাং

এখন আপনি প্রয়োজন হলে আপনার স্মার্টফোনে স্ক্রিন শেয়ার করতে পারবেন। এমনকি ভিডিও কল চলাকালীন স্ক্রিন শেয়ার করতেও পারবেন। যোগ করা হয়েছে নয়েজ সাপ্রেশন (Noise Suppression) অপশনও। এর ফলে ভয়েস চ্যাট চলাকালীন অডিও আরো পরিষ্কার এবং ভালো শোনাবে। সেটিংস থেকেই এই ফিচারটি কে কন্ট্রোল করা যাবে।

ভিডিও কল চলাকালীন স্ক্রিন ভিউ অপশনে ক্লিক করে বিভিন্ন ধরনের ভিডিও গ্রিড বেছে নিতে পারা যাবে। এমনকি ডেক্সটপের মধ্যে ভয়েস চ্যাট একটা আলাদা উইন্ডোতে খুলে যাবে। এর ফলে আপনি কথা বলতে বলতেও টাইপ করতে পারবেন বা অন্যান্য কাজ করে যেতে পারবেন। ভিডিও চ্যাট চলাকালীন আপনি যেকোনো একজনকে পিন করতে পারবেন। এর ফলে নতুন ইউজারা জয়েন করলেও আপনাদের কনভারসেশনের বিঘ্ন ঘটবে না।

নিঃসন্দেহে সমস্ত সুবিধা গুলো টেলিগ্রাম অ্যাপ্লিকেশনকে এক অনন্য মাত্রা প্রদান ককড়েছে। আপনিও যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাহলে এখনই আপডেট করে নিন আপনার অ্যাপ্লিকেশন। আর ব্যবহার করতে থাকুন এই নতুন ফিচার গুলি। 

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।