Apple Watch Series 3 এর প্রটোটাইপে দেখতে পাওয়া যাচ্ছে Smart Connector, তাহলে কি নতুন এই ফিচার আসতে চলেছে আপকামিং Apple Watch-এ?

অতিসম্প্রতি Giulio Zompetti একটি ছবি শেয়ার করেছেন। যেখানে Apple Watch 3 এর প্রোটোটাইপ আমরা দেখতে পাচ্ছি। আর এর মধ্যে কিছু Smart Connector! আর এটাই তুলেছে প্রশ্ন, তাহলে কি নতুন কিছু সুবিধা নিয়ে আসা হচ্ছে Apple Watch-এ? Apple Watch 3 লঞ্চ করা হয়েছে 2017 সালে।

জানা যাচ্ছে অ্যাপেল ওয়াচ এর মধ্যে কিছু হিডেন পোর্ট থাকে যেগুলো কোম্পানি ইন্টার্নালি ব্যবহার করে তার উপর আরও পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য। তবে সকলকে অবাক করে দিয়ে Zompetti যে ছবিটা শেয়ার করেছেন সেখানে কানেক্টর গুলো এক্সপোজ হয়ে রয়েছে। 

আর এই জন্যই মনে করা হচ্ছে, কোনো এক নতুন ধরনের ফিচার নিয়ে পরীক্ষা চলছিল Apple Watch Series 3 তে। যেটিকে আনা হতে পারে আপকামিং ওয়াচেই। আপেল হয়তো স্মার্টব্যান্ড নিয়েও কাজ করে যাচ্ছে এই অ্যাপেল ওয়াচ এর জন্য। যার কারণেই এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি স্মার্ট কানেক্টর কে। এমনটাও মনে করছেন অনেকেই। 

জানেন কি : Google Play Store থেকে বাদ যেতে হল আর এক জনপ্রিয় ভারতীয় অ্যাপ্লিকেশন কে! তবে এবার সমস্যাটা একটু অন্যরকমের

Apple Watch এর মধ্যে অনেক ফিচার আসতে চলেছে তা আমরা আগেই জানিয়েছিলাম আপনাদের। আর কয়েক বছর আগের স্মার্ট ওয়াচে এই বিষয় দেখেই ব্যাপারটা পরিষ্কার। মনে করা হচ্ছে ব্লাড প্রেসার মাপার জন্য অ্যাপেল ওয়াচ নতুন সেন্সর এড করতে চলেছে আপকামিং অ্যাপেল ওয়াচে। 

আবার অনেকে এই বিষয়ে অ্যাপেলের 2017 সালে ফাইল করা এক পেটেন্ট প্রসঙ্গ তুলে নিয়ে আসছেন। যেখানে বলা ছিল Sensor-Equipped Watch Band ব্যবহার করে অ্যাপেল চাইছে ব্লাড প্রেসার (Blood Pressure) মাপতে। এই আপকামিং অ্যাপেল ওয়াচ সিরিজে হয়তো সেই পেটেন্ট এরই পূর্ণতা পেতে চলেছে। আমরা আগেই জেনেছিলাম এরমধ্যে থার্মোমিটার থেকে শুরু করে ব্লাড গ্লুকোজ মনিটরিং সেনসর থাকতে পারে।