Apple Watch-এ আসবে এই অভাবনীয় ফিচার্স গুলি, করা যাবে ব্লাড গ্লুকোজ মনিটরিং

future apple watch could feature blood glucose monitoring and temperature monitoring
Apple Watch (প্রতীকী ছবি)

অ্যাপেল তাদের অ্যাপেল ওয়াচ (Apple Watch) গুলোকে রীতিমতো ইন্টারেস্টিং করে তুলেছে দিনের পর দিন। এর মধ্যে যে সমস্ত সুবিধা পাওয়া যায় সেগুলো রীতিমতো অতুলনীয়। অ্যাপেল ওয়াচ অনেকের প্রাণ বাঁচিয়েছে এমন আমরা প্রায়ই শুনতে পাই। এবার আপেল তাদের ওয়াচে নিয়ে আসতে চলেছে অভাবনীয় কিছু ফিচারস। 

Apple Watch-এ করা যাবে ব্লাড গ্লুকোজ মনিটরিং

The Verge এর শেয়ার করা তথ্য থেকে জানা যাচ্ছে অ্যাপেল নতুন একটি অ্যাপেল ওয়াচ এর মডেল নিয়ে কাজ করে যাচ্ছে। যার মধ্যে স্ক্রিনে আমরা অনেক ইমপ্রুভমেন্টস দেখতে পারবো। শুধু মাত্র এখানেই থেমে থাকছে না অ্যাপেল এর নতুন উদ্যোগ।

শোনা যাচ্ছে এই বছরেই আপকামিং অ্যাপেল ওয়াচের সিরিজ সেভেনে অনেক ইনপ্রভমেন্টস দেখতে পাওয়া যাবে। ব্যবহার করা হতে পারে নতুন ল্যামিনেশন টেকনোলজির। যা ডিসপ্লে থেকে ফ্রন্ট কভারের দূরত্ব অনেকটাই কমিয়ে দেবে। এই ওয়াচের আল্ট্রা ওয়াইড ব্যান্ড সাপোর্ট কেও করা হতে পারে ইম্প্রুভ। 

এইতো গেল এই বছরের আপকামিং অ্যাপেল ওয়াচ এ কি কি বিষয় আমরা পেতে পারি। এবার তার পরের বছরে অর্থাৎ 2022 সালে আমরা যে অ্যাপেল ওয়াচ পাবো তার মধ্যেও থাকবে অভাবনীয় নতুন ফিচারস। থাকতে পারে ব্লাড গ্লুকোজ মনিটরিং এর সুবিধাও। 

জেনেনিন : Security বিষয়ে হোয়াটসঅ্যাপের এই কমতিও পূরণ হতে চলেছে, আসছে গুরুত্বপূর্ণ আপডেট

তবে এর জন্য আঙুলে সুঁচ ফোটাতে হবে না আপনাকে। সরাসরি ব্লাড এর সংস্পর্শে না এসেই গ্লুকোজ মনিটরিং করে জানাতে পারবে অ্যাপেল ওয়াচ। আর বর্তমান পরিস্থিতির কথা ভেবে মনে করা হচ্ছে সেই ওয়াচে নিয়ে আসা হবে বডি টেম্পারেচার মনিটরিংয়ের সুবিধাও।

নিঃসন্দেহে এই প্যানডেমিক সিচুয়েশনে বডি টেম্পারেচার মনিটরিং প্রত্যেকেরই অনেক কাজে দেবে। তবে এই স্মার্ট ওয়াচ পাওয়ার জন্য আমাদেরকে এখনও অপেক্ষা করতে হবে 2022 সাল পর্যন্ত। 

আর ব্লাড গ্লুকোজ মনিটরিংয়ের সুবিধা পেতে অপেক্ষা করতে হতে পারে আরো কয়েকটি বছর। এই সমস্ত ইমপ্রুভমেন্ট গুলোর সাথেই অ্যাপেল ওয়াচ এর একটা রাগেড এবং এক্সট্রিম স্পোর্টস এডিশন নিয়ে আসতে চলেছে অ্যাপেল। যা হতে পারে এক্সপ্লোরার (Explorer) অথবা অ্যাডভেঞ্চারার এডিশন (Adventurer) নাম দিয়ে।

এটিকেও হয়তো 2022 সালে লঞ্চ করে দেওয়া হবে। নিঃসন্দেহে অ্যাপেল একের পর এক অভাবনীয় ফিচারস নিয়ে আসছে তাদের অ্যাপেল ওয়াচে। এগুলি যেমন ইউজারদের প্রান বাঁচাচ্ছে। কোন কোন ক্ষেত্রে তার সাথে আবার গুরুত্বপূর্ণ অনেক তথ্য ইউজারদের জানাতে সাহায্য করছে। 

আমরা এর মাঝে শুনেছিলাম ফেসবুকও তাদের স্মার্টওয়াচ নিয়ে আসতে চলেছে খুব শীঘ্রই। সেই স্মার্টওয়াচেও থাকবে ডিটাচ্যাবেল ক্যামেরা (Detachable Camerra)! সমস্ত কিছু নিয়ে স্মার্টওয়াচের বাজার রীতিমতো সরগরম।