খুব শীঘ্রই এবার লঞ্চ পেতে চলেছে Realme X9 সিরিজ। দাম এবং স্পেসিফিকেশন ইতিমধ্যে প্রকাশ পেয়েছে। যেহুতু ফোনটি রিয়েলমির ইন্ডিয়া ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। তাই এখন মনে হচ্ছে ফোনটি ভারতে তাড়াতাড়িই লঞ্চ হবে। এক নজরে দেখে নেওয়া যাক কেমন স্পেসিফিকেশন্স থাকতে পারে এই স্মার্টফোনে।
Realme X9 এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স
স্মার্টফোনটিতে থাকতে পারে FHD+ 6.55-inch ডিসপ্লে। এছাড়াও রয়েছে Snapdragon 778G SoC এবং Android 11 বেসড Realme UI 2.0 কাস্টম স্কিন।
জেনেনিন : শীঘ্রই গ্লোবালি লঞ্চ হতে চলেছে Oppo Reno 6 Pro 5G স্মার্টফোন, পাওয়া যাচ্ছে এমনই হিন্টস
ব্যাটারির হিসাবে এই স্মার্টফোনে পেয়ে যাবেন 4,400mAh ব্যাটারি। USB Type-C fast-charging সাপোর্ট এর সুবিধা। একই সাথে ইনক্লুড রয়েছে 5G, 4G LTE, dual-band Wi-Fi, Bluetooth 5.0, GPS। এই স্মার্টফোনটির সম্ভাব্য দাম হতে পারে RMB 2,000। অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 22,800 টাকা মতো।
Realme X9 Pro এক্সপেক্টেড স্পেসিফিকেশন্স
অপরদিকে যদিও এখনও Realme X9 Pro উপস্থিতি জানা যায়নি। তবে Realme X9 Pro সম্পর্কে বেশি কিছু জানা না গেলেও স্পেসিফিকেশন ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।
6.55-inch Samsung E3 Super AMOLED এমলেড রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। একই সাথে Corning Gorilla Glass 5 প্রোটেকশন রয়েছে। 65W ফাস্ট চারজিং যুক্ত 4,500mAh ব্যাটারি রয়েছে স্মার্টফোনটির মধ্যে।
জেনেনিন : Apple Watch-এ আসবে এই অভাবনীয় ফিচার্স গুলি, করা যাবে ব্লাড গ্লুকোজ মনিটরিং
Realme X9 Pro দুইটি প্রসেসরের সাথে নির্মিত হচ্ছে বলে জানা গেছে। যার একটির মধ্যে Snapdragon 870 SoC এবং অন্যটির মধ্যে Dimensity 1200 রয়েছে।
Realme X9 Pro তে থাকছে তট্রিপল ক্যামেরা সেটআপ। যেখানে 50MP Sony IMX766 primary sensor, 16MP Ultra-Wide Lens, এবং 2MP B&W Sensor রয়েছে। এছাড়াও 32MP Front Camera থাকতে পারে বলে মনে করা হচ্ছে। একই সাথে থাকতে পারে Dual Speakers, Dolby Sound, Z-Axis Linear Speaker এবং NFC। স্মার্টফোনটির দাম RMB 2,500 অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা প্রায় 28,500 টাকা।
ঠিক কবে লঞ্চ হচ্ছে Realme X9 সিরিজ, সে সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে খুব বেশি সময় লাগবে না আমাদের দেশে এটি লঞ্চ হতে।