ঘুমিয়ে থাকা অবস্থাতেও হবে Respiratory Check, হতবাক করা স্পেসিফিকেশনস নিয়ে আসছে অ্যাপেলের WatchOS 8

apple watch os 8 will check respiratory rate during sleep and more features added

হেলথ অ্যালার্ট (Health Alert) দেওয়ার বিষয়ে অ্যাপেল ওয়াচ (Apple Watch) এর জুড়ি মেলা ভার। সারা বিশ্বজুড়েই এই অ্যাপেল ওয়াচ এর প্রশংসা শোনা যায়। ফল ডিটেকশন ও হেলথ এলার্ট অনেক প্রাণ বাঁচিয়েছে। সদ্য সদ্য শেষ হয়ে যাওয়া অ্যাপেলের WWDC 2021-এ তারা ঘোষণা করে দিল WatchOS 8 এর সমস্ত ফিচার সম্পর্কে। যেটা সবাইকে হতবাক করে দিয়েছে। 

WatchOS 8 হতবাক করা ফিচার্স 

গতকালই হওয়া অ্যাপেলের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপমেন্ট কনফারেন্স (WWDC) অ্যাপেল তাদের 

iPadOS 15, iOS এর সাথে তাদের অ্যাপেল ওয়াচের  WatchOS সম্পর্কিত বিস্তারিত ঘোষণা করে দিয়েছে। অনেক কিছুই নতুন ফিচার্স আনা হচ্ছে এখানে। থাকবে মাইন্ডফুলনেস অ্যাপ্লিকেশন, আনা হচ্ছে নতুন পোর্ট্রেট ওয়াচ ফেস (Portrait Watch Face)। সাথে যোগ করা হয়েছে অনেক নতুন ওয়র্কআউট টাইপ। 

সমস্ত কিছু মিলিয়ে এই নতুন WatchOS 8 যে ইউজারদের আরও সুবিধা প্রদান করবে সেটা নিঃসন্দেহে বলা যায়। এই নতুন WatchOS 8 মধ্যে দু’টি অত্যন্ত জনপ্রিয় ওয়ার্কআউট কেও আনা হয়েছে। তার মধ্যে Tai Chi এবং Pilates-ও রয়েছে। 

ওয়র্কআউট চলাকালীন নিখুঁত তথ্য দেওয়ার জন্য রয়েছে হার্ট রেট (Heart Rate) এবং মোশন অ্যালগরিদম (Motion Algorithm)। যা আপনার কাছে সঠিক মেট্রিক তুলে ধরতে সাহায্য করবে। WatchOS 8 এর মাইন্ডফুলনেস অ্যাপ্লিকেশনেও পাবেন আরও অনেক এডভান্টেজ। এরমধ্যে এনহান্সড ব্রিদিং এক্সারসাইজ (Enhanced Breathing Exercise) রয়েছে এবং রিফ্লেক্ট মোড (Reflect Mode) রয়েছে। 

জেনেনিন : লঞ্চ হয়ে গেল POCO M3 Pro 5G, দেখেনিন এর স্পেসিফিকেশন্স, দাম ও সেল ডেট

যেটা মনের মধ্যে পজিটিভিটি নিয়ে আসতে সাহায্য করে বলে ক্লেম করা হচ্ছে। আর তারই মধ্যে আরও এক হতবাক করে ফিচার নিয়ে এসেছে যা স্লিপিং রেসপাইরেটরি রেট চেকার। এর ফলে ঘুমন্ত অবস্থাতেও আপনার রেসপাইরেটরি ট্রাক করবে। আর এই ট্রাকিং এর জন্য তারা ব্যবহার করবে ইনবিল্ট Accelerometer।  

এই বিষয়ক সমস্ত তথ্য হেলথ অ্যাপ্লিকেশনে (Health App) দেখতে পাওয়া যাবে। আপনি যদি প্রয়োজন হয় এবার এই অ্যাপেল ওয়াচকে ডিজিটাল চাবি (Digital Key) হিসাবেও ব্যবহার করতে পারবেন। হতে পারে সেটা গাড়ির চাবি অথবা কোন স্মার্টহোম এর চাবি! ফলে ক্যারি করতে হবে না আপনাকে ফিজিক্যাল চাবিও।

নিঃসন্দেহে WatchOS 8 এর মধ্যে যুগান্তকারী ফিচারস সব নিয়ে আসছে Apple। আর সত্যিই এগুলি অ্যাপেল ওয়াচ এর জনপ্রিয়তাকে আরও বৃদ্ধি করবে।