Reliance Jio-র 247 টাকার প্ল্যান কে হারিয়ে দিচ্ছে BSNL-এর মাত্র 151 টাকার প্ল্যান! কিভাবে পাওয়া যাচ্ছে বেশি বেনিফিট?

this cheap bsnl 4g plan beats a costly plan of reliance jio

বিভিন্ন টেলিকম অপারেটররা প্রতিনিয়ত নানান ধরনের অফার নিয়ে আসছে তাদের কাস্টমারদের জন্য। আর এই পরিস্থিতিতে এক টেলিকম অপারেটর এর সাথে অন্য টেলিকম অপারেটরদের প্রায়শই কম্পিটিশন লেগেই থাকে। এবার এমন একটা কাণ্ড ঘটেছে যা সকলকে হতবাক করে দিয়েছে। সদ্য সদ্য রিলায়েন্স জিও ইন্ট্রোডিউস করেছে তাদের 247 টাকার প্ল্যান। যার মধ্যে ডেইলি ডেটা ব্যবহারে কোনরকম লিমিটেশন থাকছে না। 

এবার দেখা যাচ্ছে সেই প্ল্যান টিকেই হারিয়ে দিচ্ছে প্রায় এক বছরের পুরনো BSNL এর মাত্র 151 টাকার প্ল্যান। জেনে নেওয়া যাক এই দুটো প্ল্যানের মধ্যে কি কি বেনিফিট পাওয়া যাচ্ছে। আর কার থেকে বেশি বেনিফিট পাওয়া যাচ্ছে। প্রথমেই দেখে নেওয়া যাক রিলায়েন্স জিওর 247 টাকার প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে।

রিলায়েন্স জিওর 247 টাকার প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে?

Reliance Jio 247 টাকার প্ল্যানে আপনি পেয়ে যাবেন 25 GB ডেটা। তার সাথে থাকছে আনলিমিটেড ভয়েস কলিং (Unlimited Voice Calling) এর সুবিধা। পেয়ে যাবেন প্রত্যেকদিন 100 টা করে এসএমএস। আর তারই সাথে অবশ্যই রিলায়েন্স জিওর অ্যাপ্লিকেশনগুলোর কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাবেন বিনামূল্যে।

জিওটিভি, জিওসিনেমা, জিওক্লাউড অ্যাপ্লিকেশনগুলো একদমই বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। আর অপরদিকে এই প্যাকটি ভ্যালিডিটি 30 দিন। প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহারে প্যাকের কোন লিমিটেশন থাকছে না। 

BSNL এর 151 টাকার প্ল্যানে কি কি সুবিধা পাওয়া যাচ্ছে?

অপরদিকে BSNL এর 151 টাকার প্ল্যানটিতে আপনি পেয়ে যাবেন 4G ডেটার সুবিধা। এখানে আপনি পেয়ে যাবেন 40 GB ডেটা। তার সাথে থাকছে ফ্রি Zing সাবস্ক্রিপশন। এই প্যাকটি ভ্যালিডিটি 28 দিনের। 

জেনেনিন : Realme GT-র গ্লোবাল লঞ্চ আজই, কিভাবে দেখবেন? কি কি প্রোডাক্টস লঞ্চ হবে?

আর এই ডেটার দৌড়েই রিলায়েন্স জিও কে হারিয়ে দিল BSNL এর এই অল্প টাকার প্ল্যানটি। বিএসএনএলের প্ল্যানে আপনি পেয়ে যাবেন 15 জিবি ডেটা বেশি। কিন্তু এই প্ল্যানের সাথে আরও কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে আপনাকে।

কয়েকটি বিষয় খেয়াল রাখুন অবশ্যই

BSNL 151 প্ল্যানের ভ্যালিডিটি দুইদিন কম। নেই এই প্ল্যানের মধ্যে কোনরকম টকটাইমের সুবিধাও। তার সাথে নেই আলাদা করে এসএমএসের সুবিধা। পাবেন না জিওর অ্যাপ্লিকেশনের মতো কোনো অ্যাপ্লিকেশন বিনামূল্যে ব্যবহার করতে।

জেনেনিন : প্রিপেইড টেলিকম প্ল্যানের সাথে পাবেন Health Insurance, দেখেনিন Vi এর দারুন দুটি Hospicare প্ল্যান সম্পর্কে বিস্তারিত

তবুও আপনার যদি টকটাইমের প্রয়োজন হয় এবং তার সাথে SMS এর প্রয়োজন হয়। আপনি খুব অল্প টাকার বিএসএনএল টকটাইম এবং এসএমএস প্যাক নিয়ে নিতে পারবেন। সেটা করেও খরচ আপনার 247 টাকা পর্যন্ত পৌঁছাবে না। তবুও আপনি পেয়ে যাবেন বেশি ডেটা। তাছাড়াও বিএসএনএল প্ল্যানেতে মাত্র 28 দিনের ভ্যালিডিটি আপনি পাবেন। যেখানে আপনি রিলায়েন্স জিও তে পেয়ে যাবেন তিরিশ দিনের ভ্যালিডিটি। 

তাই আপনার যদি বেশি মাত্রায় ডেটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই BSNL-এর প্ল্যানটি আপনার জন্য ভালো হচ্ছে। তবে BSNL এর কোনো কোনো জায়গায় ইন্টারনেট স্পিডও বাধা হয়ে দাঁড়ায়। তাই সমস্ত কিছু বিবেচনা করে তবেই কোন প্ল্যান আপনি নেবেন তা নির্ধারণ করুন।