OnePlus Nord CE 5G vs Mi 11 Lite, কোন স্মার্টফোনে পাবেন কেমন স্পেসিফিকেশন্স? আপনাকে বেশি সুবিধা দেবে কে?

oneplus-nord-ce-5g-vs-mi-11-lite-specifications-compared
OnePlus Nord CE 5G vs Mi 11 Lite

আজকের আর্টিকেলে আমরা আপনাকে জানাবো, OnePlus Nord CE 5G নাকি Mi 11 Lite এই দুইটি স্মার্টফোনের মধ্যে কোনটি আপনার জন্য উপযুক্ত। কোন স্মার্টফোনে কি স্পেসিফিকেশন্স পাবেন। এরই সাথে স্মার্টফোনটির যাবতীয় খুঁটিনাটি বিবরণ তুলে ধরব। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত!

OnePlus Nord CE 5G vs Mi 11 Lite

প্রথমেই বলবো এই স্মার্টফোন দুটির ডিসপ্লের ব্যাপারে। OnePlus Nord CE 5G স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন 6.43-inch যুক্ত AMOLED Display। সাথে থাকছে 90Hz Refresh Rate। অপরদিকে, Mi 11 Lite এ রয়েছে 6.55-inch full-HD+ AMOLED Display এবং এর রেজুলেশন 1,080×2,400 pixels। একই সঙ্গে 90Hz Refresh Rate। 

এবার আসা যাক প্রসেসরের ব্যাপারে। OnePlus Nord CE 5G তে আপনি পাবেন Qualcomm Snapdragon 750G Processor। অন্যদিকে, Mi 11 Lite-এ আপনি পেয়ে যাবেন Qualcomm Snapdragon 732G SoC।

দেখে নেওয়া যাক ক্যামেরা। OnePlus এর এই স্মার্টফোনটিতে থাকছে 64-Megapixel Primary ক্যামেরা, 8-Megapixel Ultra-Wide lens এবং 2-Megapixel Depth Sensor এ ট্রিপল Camera সেটআপ এবং 16 MP Front Camera। ঠিক একই ভাবে Mi 11 Lite-এও রয়েছে 16 MP Front Camera এবং 64-Megapixel Primary Sensor,  8-Megapixel Ultra Wide Sensor, 5-Megapixel এর Telephoto Macro Lens।

ব্যাটারির কথা বলতে গেলে 30 W Fast Charge যুক্ত 4500mAh এর ম্যাসিভ ব্যাটারি রয়েছে OnePlus Nord CE 5G স্মার্টফোনের মধ্যে। অপরদিকে, Xiaomi Mi 11 Lite স্মার্টফোনের মধ্যে রয়েছে 4,250mAh Battery এবং 33W Fast Charging এর সুবিধা।

OnePlus Nord CE 5G স্মার্টফোনটিতে আপনি পাবেন In-Display Fingerprint স্ক্যানারের সুবিধা। অন্যদিকে Mi 11 Lite স্মার্টফোনটিতে রয়েছে Side-Mountend Fingerprint এর সুবিধা।

স্মার্টফোন কেনার ক্ষেত্রে স্মার্টফোনের কালার ভেরিয়েন্ট অনেকেই বেশ গুরুত্ব দেন। তাই এবার জেনে নেওয়া যাক কোন কোন কালার ভেরিয়েন্ট রয়েছে! OnePlus Nord CE 5G স্মার্টফোনটিতে থাকছে 3 টি কালার ভেরিয়েন্ট এর সুবিধা। রয়েছে Blue Void, Charcoal Ink এবং Silver Ray। স্মার্টফোনটি আপনি Amazon এবং OnePlus.in এর মাধ্যমে কিনতে পারবেন।

জানেন কি : Realme এবার নিয়ে আসছে Beard Trimmer, Hair Dryer, রয়েছে আরও চমক! আসছে জুলাইয়ের 1 তারিখে

এরই সাথে Jazz Blue, Tuscany Coral, এবং Vinyl Black ভেরিয়েন্ট এ পেয়ে যাবেন Mi 11 Lite স্মার্টফোনটি। Flipkart, Mi.Com, Mi Home Stores মাধ্যমে এই স্মার্টফোনটির Pre-Orders ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এর Sale শুরু হবে June 28 তারিখ থেকে।

জেনে নেওয়া যাক স্মার্টফোন দুইটির দাম! ভারতীয় মুদ্রায় One Plus CE 5G (6GB+128GB) দাম 22,999 টাকা এবং (8GB+128GB) দাম 24,999 টাকা। এছাড়াও এর অন্য একটি ভেরিয়েন্ট 12GB+256GB) দাম 27,999 টাকা রাখা হয়েছে।

অপরদিকে এই Mi 11 Lite স্মার্টফোনটির ভারতীয় মুদ্রায় 6GB + 128GB দাম রাখা হয়েছে 21,999 এবং 8GB + 128GB storage এর 23,999 টাকা দাম রাখা হয়েছে। উল্লেখিত স্মার্টফোন 2 টি Android 11 দ্বারা পরিচালিত। Mi 11 Lite স্মার্টফোনটি MIUI 12 এবং OnePlus Nord CE 5G স্মার্টফোনটিতে OxygenOS 11 ইনক্লুড রয়েছে। 

শ্রেষ্ঠ টেক-এর টেক আপডেট পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। সমস্ত লেটেস্ট আপডেট পেতে আমাদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই জয়েন করুন।