নতুন গ্রিভেন্স অফিসার নিয়োগ করলো Twitter India

Twitter ShresthoTech

ভারত সরকারের তৈরি নতুন IT Rule এর সাথে অন্যান্য বিখ্যাত টেক কোম্পানিগুলো কম্প্লাই করেছিল আগেই। কিন্তু টুইটার এই আইন মানতে গড়িমসি করছিল। সেই জন্যই তাদের সাথে ভারত সরকারের চাপানউতোর চলছিল বেশ কয়েক মাস ধরেই। এই পরিস্থিতিতে তাদের অনেকবার নোটিশ পাঠানো হয়েছিল। এমনকি কোর্ট পর্যন্ত গড়িয়েছিল তাদের এই সমস্যা। এবার অবশেষে টুইটার তাদের রেসিডেন্ট গ্রিভেন্স অফিসার নিয়োগ করল। টুইটারের ওয়েবসাইট থেকে এমন তথ্যই পাওয়া যাচ্ছে। 

নতুন IT Rule-এ 50 লক্ষের বেশি ফলওয়ার্স থাকা বিখ্যাত টেক কোম্পানিগুলোকে তিনটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগের কথা বলা হয়েছে। এর প্রথমটা হল কমপ্লায়েন্স অফিসার, দ্বিতীয় হল নোডাল অফিসার এবং তৃতীয় হল গ্রিভেন্স অফিসার। এই তিনটে অফিসার কেই ভারতীয় হতে হবে এমনটাই ছিল শর্ত।

তবে এই নিয়োগে প্রথম নয় গত মাসে আমরা দেখেছিলাম ধর্মেন্দ্র চতুর কে টুইটার রেসিডেন্ট গ্রিভেন্স অফিসার হিসেবে নিয়োগ করেছিল। তবে তিনি পদত্যাগ করেন। তারপর নিয়োগ করা হল বিনয় প্রকাশ কে। 

জানেন কি : এক চার্জারেই হবে সমস্ত ডিভাইস চার্জ, সামনে এসে গেল শাওমির এই চার্জারের দাম

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকারের নতুন ইনফরমেশন টেকনোলজি আইনে বলা হয়েছিল যে সমস্ত টেক কোম্পানিগুলোর 50 লাখের বেশি ভারতীয় ইউজার রয়েছে। তাদেরকে এই নতুন নিয়ম কে মান্যতা দিতে হবে। টুইটারই এই নিয়ে বেশকিছু সমস্যা তুলে ধরে দেরি করছিল এই মান্যতা দেওয়ার কাজে। অবশেষে টুইটার গ্রিভেন্স অফিসার নিয়োগ করল।

ভারতের টুইটারের ইউজারের সংখ্যা 1.75 কোটি। এই মাইক্রো ব্লগিং প্লাটফর্ম রীতিমতো জনপ্রিয় ভারতে। তাই এই প্লাটফর্ম ব্যান হয়ে যাবে এমন আশঙ্কাও শোনা যাচ্ছিল এই সবের মাঝেই।