এক চার্জারেই হবে সমস্ত ডিভাইস চার্জ, সামনে এসে গেল শাওমির এই চার্জারের দাম

Xiaomi 67W Charger ShresthoTech

একটা চার্জারেই হবে সমস্ত ডিভাইস চার্জ। এমনটা শাওমি(Xiaomi) জানিয়েছিল আগেই। আর আগামীকালই লঞ্চ হতে চলেছে সেই পাওয়ারফুল চার্জার। এবার প্রকাশ্যে এসে গেল সেই চার্জারের দাম। এর দাম রাখা হয়েছে 1,999 টাকা।

বেশ কয়দিন আগেই শাওমি ঘোষণা করেছিল তারা এমন এক চার্জার আনতে চলেছে যার সাহায্যে সমস্ত রকম ডিভাইসই চার্জ করা যাবে। যেমন করা যাবে ট্যাবলেট চার্জ, তেমনই ল্যাপটপ থেকে শুরু করে স্মার্টফোন চার্জ তো আছেই। দেওয়া যাবে হেডফোন এবং মি স্মার্টব্যান্ড এর চার্জও। এবার এই চার্জারের দাম এসে গেল প্রকাশ্যে। আজ সকালেই শাওমি ইন্ডিয়া তরফ থেকে টুইট করে জানানো হয়েছে এই বিষয়ে। আর এর দাম রাখা হয়েছে 1999 টাকা। 

এই চার্জারটির স্পেসিফিকেশনস সম্পর্কে জেনে নেওয়া যাক! এটিই এখনও পর্যন্ত শাওমির সবথেকে পাওয়ারফুল চার্জার। এর মধ্যে পাওয়া যাবে 67W এর ব্লেজিং ফাস্ট আউটপুট(Blazing Fast Output)। এর ডিজাইনও হতে চলেছে দারুন কম্প্যাক্ট। শাওমি ক্লেইম করছে এটা স্মল হলেও মাইটি তো অবশ্যই। 

জানেন কি : ফুড ডেলিভারি প্লাটফর্ম Zomato এবার ডেলিভারি করতে চলেছে Grocery-ও, পার্টনারশিপ করছে গ্রোফার্স এর সাথে

পাওয়া যাবে Qualcomm এর কুইক চার্জ 3.0 সাপোর্ট। পাওয়া যাবে সুপারফাস্ট Type-C ক্যাবল। থাকছে বিল্ট-ইন সার্য প্রটেকশনের(Built-in Surge Protection) ব্যবস্থাও। যেটা BIS সার্টিফাইড। আর এই চার্জার টিকে লঞ্চ করা হচ্ছে আগামীকাল দুপুর 12 টায়। 

কেমন লাগলো শাওমির এই চার্জারের সমস্ত ফিচারস আপনার? আপনি কি এই চার্জার নিয়ে এক্সাইটেড? অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সমস্ত রকম টেক আপডেট সবার আগে পেতে শ্রেষ্ঠ টেকের সাথে অবশ্যই যুক্ত থাকুন। আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।