Facebook এর মতোই Reaction ব্যবহার করতে পারা যাবে Twitter-এও, দেখেনিন ফাইনাল রিঅ্যাকশন লিস্ট

Twitter Emoji Reaction ShresthoTech

অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনগুলোর মতোই জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটার এর মধ্যে বিগত কয়েক মাসেই  আমরা অনেক পরিবর্তন দেখেছি। দেখেছি টুইটার স্পেস এর আগমন। তার সাথে এবার ফেসবুকের মতোই টুইটারে ইমোজি রিঅ্যাকশন(Twitter Emoji Reaction) আসতে চলেছে। 

ফেসবুকের মতোই টুইটারে আসতে চলেছে ইমোজি রিঅ্যাকশন 

শুধুমাত্র লাভ রিয়াক্ট দিয়েই নয়। এবার থেকে কিছু ইমোজি(Emoji) ব্যবহার করেও আপনি নিজের মনের ভাব প্রকাশের পারবেন। এমন সামনে এসে গেল এমনই গোপন তথ্য। টুইটারেও আসছে ফেসবুকের মত রিঅ্যাকশন ইমোজি। মাত্র কয়েকদিন আগেই সামনে এসেছিল টুইটার ফেসবুকের মত রিয়্যাকশন ইমোজি নিয়ে কাজ করছে। সামনে এসেছিল hmm এবং haha এই দুটো রিঅ্যাকশন ইমোজি। বাকি কয়েকটা রিঅ্যাকশন ইমোজির জায়গা তখনও ফাঁকা ছিল। আমরা জানতে পারিনি সেই রিঅ্যাকশন ইমোজি গুলো কি হতে চলেছে।

অবশেষে সামনে এসে গেল সেই ইমোজি গুলিও। মনে করা হচ্ছে ফাইনাল রিঅ্যাকশন ইমোজির মধ্যে থাকছে like, hmm, haha, cheer এবং sad।জনপ্রিয় লিকস্টার Nima Owji এই বিষয়ে জানিয়ে একটি ছবি পোস্ট করেছেন তার টুইটার হ্যান্ডেলে। যেখানে এই পাঁচ ধরনের রিঅ্যাকশন ইমোজি আমরা দেখতে পাচ্ছি। 

তবে এখনো পর্যন্ত টুইটার এর তরফ থেকে জানানো হয়নি কবে অফিশিয়ালি roll-out করে দেওয়া হবে এই ফিচারটিকে। মনে করা হচ্ছে এখনো টেস্টিং পর্যায়ে রয়েছে এই ফিচারটি। আমরা অপেক্ষায় থাকবো এই নতুন ফিচারের। 

জানেন কি : কিভাবে নিজের WhatsApp একাউন্ট সুরক্ষিত রাখবেন? জেনেনিন খুঁটিনাটি বিস্তারিত ভাবে আর সিকিউর থাকুন

শুধুমাত্র এখানেই নয়। আরও বেশ কয়েকটি ফিচার নিয়ে তৈরি হয়েছে উদ্দীপনা। তার মধ্যে উল্লেখযোগ্য হল কিবোর্ড ব্যবহার করে DM সার্চ করার অপশন। সাথে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য আসতে চলেছে সার্চ বার। যেটা আইওএস প্লাটফর্মে 2009 সাল থেকেই উপলব্ধ ছিল। এমনকি টুইটারের ওয়েব অ্যাপ্লিকেশনেও এই সুবিধাটা নিয়ে চলে আসা হবে এমনটাই জানিয়েছেন Nima Owji।

নিঃসন্দেহে খুব ইন্টারেস্টিং ফিচার হতে চলেছে এগুলি। মাইক্রো ব্লগিং প্লাটফর্ম টুইটার অত্যধিক রকমের জনপ্রিয় সকল ইউজারদের কাছেই। তাই শুধুমাত্র লাভ রিয়েক্ট না দিয়ে ইমোজি ব্যবহার করে যদি মনের ভাব প্রকাশ করা যায় তা হলে মন্দ হয় না।