ভারতে প্রথম ইভেন্ট ঘোষণা করে দিল BGMI অর্থাৎ ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। যেখানে তারা জানায় The Launch Party ইভেন্ট আসতে চলেছে খুব শীঘ্রই। এর ডেটও ঘোষণা করা হয়ে গেছে- 7 এবং 8 ই জুলাই হবে এই লঞ্চ পার্টি ইভেন্ট।
কেমন হবে The Launch Party ইভেন্ট?
ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া শেয়ার করা টিজার থেকে আমরা দেখতে পাচ্ছি এই ইভেন্টটা হবে 18 টি প্রো-টিমের মধ্যে। তার মধ্যে বলা হয়েছে সবথেকে পপুলার এবং প্রমিনেন্ট প্লেয়ারই একে অপরের বিরুদ্ধে লড়বে এই ম্যাচগুলোতে। সবশেষে বিজয়ীকে পুরস্কৃত করা হবে বিশাল অঙ্কের অর্থ। তবে সমস্ত কিছু জানা গেল এখনও পর্যন্ত আমাদের কাছে কিভাবে এই টুর্নামেন্টের পরিচালনা করা হবে আর কীভাবেই বা টিমগুলি কোয়ালিফাই করবে ফাইনাল রাউন্ডের জন্য, সেই ব্যাপারটা পরিষ্কার নয়।
তবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া জানাতে ভোলেনি যে এই দ্য লঞ্চ পার্টি ইভেন্টটা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলোতে দেখানো হবে। 18 টা টিমের মধ্যে যেমন রয়েছে Dynamo, তেমনই রয়েছে Mortal, Maxtern, Clash Universe, Kronten, Classified YT, GODNIXON এর মতো আরও বিখ্যাত সমস্ত প্লেয়ারসরা। নিঃসন্দেহে খুব এক্সাইটিং এই খবর চলে এল ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার পক্ষ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য বহু ঘাত-প্রতিঘাতের পর ভারতে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ফাইনালি অফিশিয়াল লঞ্চ করা হয়েছে। লঞ্চের আগে থেকেই আমরা জানতে পারছিলাম ভারতের জন্য স্পেশাল ইভেন্ট থেকে শুরু করে ইন্ডিয়া স্পেসিফিক অনেক কিছুই প্ল্যান রয়েছে Krafton-এর। তাদের সেই প্ল্যানের শুভারম্ভ হয়ে গেল এই লঞ্চ ইভেন্ট এর মধ্যে দিয়েই।
লঞ্চ ইভেন্টের দিনগুলিতে কখন থেকে খেলা শুরু হবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মনে করা হচ্ছে খুব শীঘ্রই সেই খবরও আমরা জানতে পেরে যাব।
আপনিও কি এই লঞ্চ ইভেন্ট নিয়ে এক্সাইটেড? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।