সস্তা হবেনা Nothing এর প্রথম প্রোডাক্ট Ear 1, জানা গেল এর দাম

Nothing Ear 1 ShresthoTech

নাথিং এর Ear Buds নিয়ে আমরা সকলেই অত্যাধিক রকমের এক্সাইটেড হয়ে রয়েছি এখনো পর্যন্ত। এই প্রোডাক্ট লঞ্চ ডেট পিছিয়ে গেলেও জুলাই মাসের শেষদিকে (July 27) তাদের প্রথম প্রোডাক্ট লঞ্চ করা হবে এমনটা ফাইনালি জানা গেছে। আর এই পরিস্থিতিতে আজকে বেরিয়ে এলো এই প্রোডাক্ট এর দাম কত সেটিও।  

সস্তা হবে না নাথিং এর Ear 1 

আর যাই হোক, এই বহু প্রতীক্ষিত Ear Buds এর দাম সস্তা হবে না। সম্প্রতি টেক ক্রাঞ্চের সাথে এক সাক্ষাৎকারে নাথিং এর ফাউন্ডার Carl Pei এই বিষয়ে বিস্তারিত ধারণা দিয়েছেন। তিনি জানিয়েছেন নাথিং এর এই প্রথম ইয়ারবাডস Ear 1 এর দাম হতে চলেছে এর দাম হতে চলেছে £99। ভারতীয় মুদ্রায় যেটা হয় প্রায় 10,200 টাকা মতো।

মানে বেশ কয়েকটি প্রিমিয়াম অডিও কোম্পানি গুলির মতই এই প্রোডাক্টের দামও ভালোই হতে চলেছে। যদিও ভারতের জন্য সঠিক প্রাইসিং এখনো রিভিল করা হয়নি। তবুও সমস্ত কিছু দেখে মনে করা হচ্ছে সস্তা হবেনা নাথিং এর প্রথম TWS। তবে এক ঝলকে দেখে নেওয়া যাক নাথিং এর Ear 1 এর ফিচার্স।

Nothing Ear 1 ফিচার্স

Ear 1 এর ডিজাইন নিয়ে আমরা আগে থেকেই জেনে আসছি। এবার Carl Pei জানিয়েছেন এই প্রোডাক্টের মধ্যে থাকবে ANC (Active Noise Cancellation) সাপোর্ট। থাকছে তিনটি হাই ডেফিনেশন মাইক্রোফোন ও অসাধারণ বিল্ট কোয়ালিটি। 

জানেন কি : 96700 টাকার AC বিক্রি হচ্ছে মাত্র 5900 টাকায়, এমনই ভুলের সদ ব্যবহার করেছেন Amazon India কাস্টমাররা

এমনকি Carl Pei এটাও জানাতে ভোলেননি যে Airpods Pro-র মতোই সমস্ত ফিচারস দেখতে পাবো এই প্রোডাক্টে। বর্তমান ভারতীয় মুদ্রায় Airpods Pro-এর দাম রয়েছে 24,900 টাকা। সেই তুলনায় নাথিং Ear 1 এর দাম অনেকটাই কম হবে সেটা নিশ্চিত ভাবেই বলা যায়। এমনকি এই ধরনের আরও অনেক অসাধারন প্রোডাক্টস তারা নিয়ে আসতে চলেছেন এমনটাও জানাতে ভোলেননি তিনি। মাঝে Ear 1 এর ট্রান্সপারেন্ট ডিজাইনও আমাদের অসাধারণ লেগেছিল। 

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরই Carl Pei OnePlus ছেড়ে তার নিজস্ব ব্র্যান্ড Nothing প্রতিষ্ঠা করেছিলেন। আর তখন থেকেই সবাই এর প্রথম প্রোডাক্টের জন্য মুখিয়ে ছিল। এবার অপেক্ষার অবসান হতে চলেছে। ভারতে ফ্লিপকার্ট এর সাথে এক্সক্লুসিভ পার্টনারশিপে এই প্রডাক্ট কে বিক্রি করা হবে। আর তার সাথে পাওয়া যাবে নো কস্ট ইএমআই এর মত সুবিধাও। সমস্ত দিক মিলিয়ে নাথিং এর প্রোডাক্ট এখন বাজার সরগরম করে দিয়েছে। এবার শুধুমাত্র লঞ্চের অপেক্ষা।