আসছে প্রথম MediaTek-এর প্রসেসর সমেত OnePlus Nord 2 স্মার্টফোন, দেখেনিন এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স ও লঞ্চ ডেট

oneplus nord 2 what we know so far
প্রতীকী ছবি

OnePlus Nord CE 5G স্মার্টফোনটি লঞ্চ হয়েছে এখনো একমাস হয়নি। এরমধ্যেই নতুন খবর শোনা যাচ্ছে। আসতে চলেছে OnePlus Nord 2। এই আপকামিং স্মার্টফোন সম্পর্কে বেশ কিছু তথ্য ইতিমধ্যে আমরা জানতে পেরে যাচ্ছি। কানাঘুষো শোনা যাচ্ছে এর লঞ্চ ডেট সম্পর্কেও। চলুন সমস্ত কিছু জেনে নেবো আমরা আজকের এই আর্টিকেলে। 

OnePlus Nord 2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন্স 

মনে করা হচ্ছে OnePlus Nord 2 এর মধ্যে থাকবে 6.4 ইঞ্চির FHD+ Amoled ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হতে পারে 90Hz এর। থাকবে MediaTek এর Dimensity 1200 চিপসেট। আর এটাই প্রথম OnePlus এর স্মার্টফোন হতে চলেছে যার মধ্যে থাকবে MediaTek এর প্রসেসর। থাকতে পারে 8 GB পর্যন্ত RAM। ব্যাটারির কথা বলতে গেলে মনে করা হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে থাকবে 4500mAh এর ব্যাটারি। আর অবশ্যই ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। 

জানেন কি : আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ ব্লক করে দিয়েছেন কিনা কিভাবে বুঝবেন? জেনিনে সিক্রেট টিপস গুলো

এবার দেখে নেওয়া যাক ক্যামেরা কেমন হতে পারে। স্মার্টফোনের ক্যামেরা হিসেবে এই OnePlus Nord 2 এর মধ্যে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। তার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেফথ অথবা black-and-white সেন্সর থাকবে। আর সেলফি ক্যামেরা হিসেবে থাকবে 32 মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা। এখনো পর্যন্ত এই স্মার্টফোন সম্পর্কে এগুলিই জানা সম্ভব হচ্ছে। 

OnePlus Nord 2 লঞ্চ ডেট 

টিপসার মুকুল শর্মার মতে OnePlus Nord 2 এই মাসের শেষের দিকে লঞ্চ হবে। তিনি একটি লঞ্চ ডেট এর ব্যাপারেও বলেছেন। সেটি হচ্ছে জুলাইয়ের 24 তারিখ। মনে করা হচ্ছে এই জুলাই 24 তারিখেই লঞ্চ হয়ে যাবে OnePlus Nord 2 স্মার্টফোনটি।

লঞ্চ তবে এখনো পর্যন্ত এই বিষয়ে OnePlus এর তরফ থেকে অফিশিয়াল কোনরকম কনফার্মেশন পাওয়া যায়নি। যদিও খুব শীঘ্রই এই বিষয়ে কনফার্মেশন আসবে বলেই মনে করছি আমরা।