ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে এক অতি গুরুত্বপূর্ণ বিষয় হল ডার্ক মোড(Dark Mode)। যার সাহায্যে আপনার ডিভাইসের Screen Glare অনেকটাই কমিয়ে দেওয়া যায়। আর চোখের ওপর চাপ কম থাকে। শুধু তাই নয় আপনার ডিভাইসের পাওয়ার কনজামশন অনেকটাই কমে যায়। আজকের এই আর্টিকেলে আমরা জানিয়ে দেবো কিভাবে আপনি ইউটিউব এর মধ্যে এই ডার্ক মোড ব্যবহার করবেন।
কিভাবে ডেক্সটপে ডার্ক থিম ব্যবহার করবেন?
প্রথমে আপনাকে জেনেনিন কিভাবে ডেক্সটপে ইউটিউবে কিভাবে আপনি Dark Mode ব্যবহার করবেন। সেটা করার জন্য প্রথমেই ইউটিউব খুলে নিন ডেক্সটপে। তারপর আপনার প্রোফাইল পিকচারের(Profile Picture) উপর ক্লিক করুন। তারপর যে মেনু টা খুলবে তার মধ্যে অ্যাপিয়ারেন্স(Appearance) এ যান।
তার ভিতরই আপনি পেয়ে যাবেন ডার্ক থিম(Dark Theme) অপশনটিকে। সেটাকে জাস্ট অন করে দিন। তাহলেই ডেক্সটপ মোডে আপনি ইউটিউবে Dark Theme ব্যবহার করতে পারবেন।
কিভাবে এন্ড্রয়েড ডিভাইসে YouTube App থেকে ডার্ক থিম ব্যবহার করবেন?
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ক্ষেত্রে Dark Theme ব্যবহার করার জন্য প্রথমেই ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিন। তারপর আপনার প্রোফাইল পিকচারে(Profile Picture) ক্লিক করুন। তারপর চলে যান সেটিংসে(Settings) এবং তারপর জেনারেল(General) অপশনে। তার মধ্যে অ্যাপিয়ারেন্স(Appearance) পেয়ে যাবেন আপনি। এবং সেখানে ডিভাইস থিমকে ডার্ক থিম করে দিন।
আইফোন এবং আইপ্যাডের ক্ষেত্রেও কিভাবে ইউটিউবে ডার্ক থিম ব্যবহার করবেন?
আইফোন এবং আইপ্যাড ইউজার যদি হন তাহলে সেক্ষেত্রে আপনি ইউটিউবে Dark Theme ব্যবহার করতে পারবেন। আপনি ইউটিউব অ্যাপ্লিকেশন টা ওপেন করে নিন। তারপরে প্রোফাইল পিকচারের(Profile Picture) উপর ট্যাপ করুন। তারপর সেটিংস(Settings) এ চলে যান। সেখান থেকে চলে যান অ্যাপিয়ারেন্স(Appearance) এবং তার মধ্যে ডিভাইস থিম অথবা ডার্ক থিম অপশন পেয়ে যাবেন। সেটাকে অন করে দিন। এইভাবে আপনি ইউটিউব এর Dark Theme ব্যবহার করতে পারবেন।
জেনেনিন : YouTube-এর এই সেটিংস আপনার অনেক সময় বাঁচাবে, অবশ্যই জেনেনিন অসাধারণ ইউটিউব সেটিংস
ডার্ক থিমের কার্যকারিতা নিয়ে অনেক রকম দ্বন্দ্ব থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের অনেক উপকারে লাগে এটি। বিশেষ করে রাত্রে বা অন্ধকারে ইউটিউব ব্যবহার করলে কার্যকারিতা আপনি সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে যারা অধিকভাবে মিডিয়া কনজামশন করেন তাদের জন্য এই Dark Theme স্মার্টফোনের ব্যাটারি সেভ করতে সাহায্য করবে।
তাই অবশ্যই আপনি যদি অত্যাধিক এরকমভাবে ইউটিউব অ্যাপ্লিকেশন ব্যবহার করেন অ্যান্ড্রয়েড আইওএস অথবা ডেস্কটপ এর ক্ষেত্রে। তাহলে এক্ষুনি এই ফিচারটি কে কাজে লাগান।