YouTube-এর এই সেটিংস আপনার অনেক সময় বাঁচাবে, অবশ্যই জেনেনিন অসাধারণ ইউটিউব সেটিংস

this youtube setting will save a lot of your valuable time

আমরা প্রত্যেকেই এখন প্রচন্ড রকম ভাবে ইউটিউব অ্যাপ্লিকেশন ব্যবহার করি আমাদের স্মার্টফোনে। আর ইউটিউব অ্যাপ্লিকেশন সম্পর্কে স্বাস্থ্যকর কিছু সেটিংস তো আগেই আপনাদের জানিয়েছিলাম। এবার আপনাকে যে ইউটিউবে টিপস সম্পর্কে বলব তার সাহায্যে আপনি আপনার অনেক সময় বাঁচিয়ে ফেলতে পারবেন। অবশ্যই সেটেটিংস টিকে জেনে নিতে ভুলবেন না।  

কিভাবে ইউটিউব ব্যবহার করতে গিয়ে সময় বাঁচাতে পারবেন? 

ইউটিউবে আমরা অনেক সময়ই এমন ধরনের ভিডিও দেখি যে গুলিতে অনেক তথ্য দেওয়া থাকে। যেমন কোন খবর বা কোন টিউটোরিয়াল। এই সমস্ত ভিডিও এন্টারটেইনমেন্ট পারপাসে আমরা দেখতে চাই না। দেখতে চাই কোন কিছু জানার জন্য, অথবা কোন তথ্য পাওয়ার জন্য, অথবা কোন কাজ কিভাবে করতে হয় তা জানার জন্য।

আজকে ইউটিউবে যে সেটিংটা আপনাকে বলব এই সেটিংস টা যদি আপনি এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে রীতিমতো আপনি অনেক সময় সেভ করতে পারবেন।

ইউটিউবের কোন সেটিংস ব্যবহার করব আমরা? 

ইউটিউবে সময় বাঁচানোর জন্য স্পিড কন্ট্রোল (Speed Control) সেটিংস ব্যবহার করবো আমরা। এর সাহায্যে আপনি যে কোন ইউটিউব ভিডিওর স্পিড কে কন্ট্রোল করতে পারবেন। প্রয়োজনে সেটা খুব দ্রুততার সাথে শুনতে পারবেন। 

এই সেটিংস ব্যবহার করার জন্য যে ভিডিওটা আপনি প্লে করছেন সেই ভিডিওটিকে প্রথমে প্লে (Play) করে নিন। প্লে করে নেওয়ার পর ভিডিওর উপরে একদম কোণের দিকে ডান দিকে দেখুন থ্রি ডটস মেনু (Three Dots Menu) রয়েছে। তার উপর ট্যাপ করুন। তার উপর ট্যাপ করলেই Playback Speed Control অপশনটি পেয়ে যাবেন। 

অপশনের মধ্যে ট্যাপ করলে নীচে দেখুন আরেকটা মেনু খুলে গেছে। যেখানে আপনাকে বিভিন্ন স্পিডে ভিডিও দেখার অপশন দিয়ে দেওয়া হবে। তার মধ্যে পেয়ে যাবেন 1.25x, 1.5x, 1.75x ও 2x অপশনগুলি। 

জেনেনিন : Best Photo Editing Applications যা আপনার অবশ্যই ব্যবহার করা উচিত, অসাধারণ ফটো এডিটিং অ্যাপ্লিকেশন গুলি অবশ্যই জেনেনিন

আপনি প্রয়োজনে আপনি ভিডিও স্পিড কমিয়ে নিতে পারবেন। তবে নিঃসন্দেহে এই ক্ষেত্রে প্রযোজ্য নয় সেই অপশন। আপনার পছন্দ মত স্পিডে আপনি আপনার ইউটিউব ভিডিও কে সিলেক্ট করে নিন। যে স্পিডে আপনি স্বাচ্ছন্দ সেইরকম স্পিডই আপনি বেছে নিন। এবং তারপর ভিডিওটি প্লে করে দিন। 

তাহলেই দেখুন ভিডিওটা ঠিক ততটা দ্রুততার সাথেই চলতে থাকবে। এইভাবে আপনি আপনার অনেক সময় বাঁচাতে পারবেন। আপনি যদি প্রোডাক্টিভ থাকতে পছন্দ করেন তাহলে এই সেটিংস টা আপনার অনেক কাজে দেবে।

সমস্ত Latest Tech News সবার আগে পেতে জয়েন করুন আমাদের Telegram গ্রুপ। সাথে Twitter ও Facebook-এ আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।