ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার (Battlegrounds Mobile India) pre-registration অলরেডী শুরু হয়ে গেছে। সকলে অধির আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই গেমের লঞ্চের জন্য। আর ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়াও প্রায় প্রত্যেকদিন একের পর এক নতুন নতুন পোস্টার ও টিজার লঞ্চ করে যাচ্ছে।
সকলে এই গেমের জন্য উদগ্রীব হয়ে থাকলেও সমস্যা মনে হচ্ছে এই গেমের আর সঙ্গ ছাড়ছে না। সদ্য সদ্য এমন একটা ঘটনা ঘটে গেছে যেখান থেকে মনে করা হচ্ছে এই গেমটি আবার ব্যান না করে দেওয়া হয়।
ব্যান হয়ে যেতে পারে Battlegrounds Mobile India!
IGN India থেকে পাওয়া তথ্য অনুযায়ী খবর পাওয়া যাচ্ছে নিজামাবাদ থেকে লোকসভার MP অরবিন্দ ধরমপুরি। তিনি ভারতের আইটি মিনিস্টার একটি চিঠি লিখেছেন। IT মিনিস্টার রবি শঙ্করকে তিনি জানিয়েছেন ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ভারতে লঞ্চ সম্পর্কে।
একটি কথা আগেই বলে রাখা ভালো তিনি চিঠিতে কখনোই বলেননি এই গেমকে ব্যান করতে হবে। কিন্তু তিনি বলেছেন এই গেমের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে। এ বিষয়ে তিনি প্রসঙ্গ টেনেছেন তথ্য সংরক্ষণের বিষয়ে। যদিও ক্রাফটন ভারত এবং সিঙ্গাপুর সার্ভারে ভারতীয়দের তথ্য সংরক্ষণ করে রাখবে বলে কথা দিয়েছে।
কিন্তু এই মাননীয় MLA উল্লেখ করেছেন এই গেমের টার্মস ও সার্ভিসগুলো সাউথ কোরিয়ার আইন অনুযায়ী পরিচালিত হবে! আর তারই সাথে তিনি উল্লেখ করতে ভোলেননি ক্রাফটন এবং টেনসেন্টের ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট। অনুরোধ করা হয়েছে সেগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে।
সমস্ত কিছু মিলিয়ে সিঁদুরে মেঘ দেখছে অনেকেই। ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার সাথে এরকম ব্যাপার নতুন কিছু নয়। এর আগেও আমরা দেখেছিলাম অরুণাচল প্রদেশের MLA নিনং এরিং কে। তিনিও এই গেম ব্যান করার অনুরোধ জানিয়েছিলেন তার লেখা চিঠিতে। সেখানেও তিনি এই গেমের সাথে পাবজি মোবাইল এর উল্লেখ করেছিলেন। তার সাথে ভারতীয় আইন কে ফাঁকি দিয়ে এই গেম ভারতে লঞ্চ করা হচ্ছে। এমন উল্লেখও তিনি করেছিলেন।
এই সমস্ত কিছু ঘটে থাকলেও এখনও পর্যন্ত এই গেম এর তরফ থেকে বা ভারত সরকারের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার সময়ই বলে দেবে ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ভারতের লঞ্চ করা হবে। নাকি লঞ্চের আগেই ব্যান হয়ে যাবে।