SBI কাস্টমার হলে সাবধান! এই ভাবে ঠকে যাওয়া থেকে বাঁচুন, জানাচ্ছে SBI

SBI SMS Scam
Stay Safe from SMS Fraud (Image : SBI)

প্রত্যেকদিন আমরা যত পরিমাণে ইন্টারনেট ব্যবহার করছি, ততই এই ইন্টারনেটের বন্ধনে আমরা আস্টেপিস্টে জড়িয়ে যাচ্ছি। ব্যাংকিং থেকে শুরু করে ভিডিও কলিং বা আমাদের অনলাইন শপিং, এখন সমস্তকিছুই আমরা সেরে নিতে পারছি স্মার্টফোন থেকেই। আমাদের এই সুবিধার নেওয়ার সুযোগ নিয়ে একদল হ্যাকার আমাদেরকে ঠকিয়ে নেওয়ার জন্য সোডা প্রস্তুত হয়েই রয়েছে।

SBI কাস্টমার হলে সাবধান

এর আগেও আমরা আপনাদের জানিয়েছিলাম অনলাইন ব্যাংকিং সম্পর্কিত কাজকর্ম  স্মার্টফোনে করলে কিভাবে সচেতন থাকতে হয়। তার সাথে অনলাইন শপিং এর সময় কোন কোন সর্তকতা মেনে চলতে হবে সেই বিষয়েও আপনাদের অবগত করেছি আমরা আগেই। এই সাবধানতা গুলো মেনে চললে নিশ্চিতভাবেই আপনার অনেক উপকার হবে। 

আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)-র কাস্টমার হয়ে থাকেন তাহলে ফ্রড থেকে বাঁচার জন্য তারা বেশকিছু বিষয় তুলে নিয়ে এসেছে তাদের কাস্টমারদের সামনে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা কিভাবে ঠকে যাওয়া থেকে বাঁচবেন?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আমরা প্রায়ই এই ধরণের সতর্কতামূলক প্রচার করতে দেখি। অতি সম্প্রতি তারা তাদের এক পোস্টে জানিয়েছে SMS ব্যবহার করে ঠকিয়ে নেওয়া থেকে কিভাবে বাঁচা যাবে। আমরা প্রায়ই দেখি স্টেট ব্যাংকের নাম করে বিভিন্ন অসাধু ব্যক্তিরা আমাদের মেসেজ পাঠায়। সেই মেসেজে লিংক দেওয়া থাকে। যে লিংকে ক্লিক করে একাউন্ট ডিটেলস দিলে একাউন্ট ফাঁকা হয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না।

এবার এই ধরনের এসএমএস চেনার উপায় ইউজারদের জানিয়ে দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। জানা যাচ্ছে যে সমস্ত এসএমএস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে অফিশিয়ালি তাদের গ্রাহকদের পাঠানো হয় সেগুলো শুরু হয় SBI/SB এই দুটো শর্টকোড দিয়ে। তারই সাথে উদাহরণস্বরূপ তারা জানিয়েছে SBIBNK, SBIINB, SBIPSG, SBYONO ইত্যাদি। 

জেনেনিন : মাত্র 1,999 টাকা দিয়ে কেনা যাবে JioPhone Next, জেনেনিন EMI সম্পর্কে বিস্তারিত

তাই এই শর্টকোড গুলো ছাড়া অন্য কোনো মেসেজ যদি আপনার স্মার্টফোনে এসে থাকে কখনো তাহলে সেগুলো কে এড়িয়ে যান। শুধুমাত্র সেগুলোই নয়। আরো কোনরকম সন্দেহজনক লিংক যদি কোন মেসেজে দেওয়া থাকে তাহলে কোনো মতেই সেই লিংক গুলোতে ক্লিক করবেন না। সেগুলিতে ক্লিক করা থেকে বিরত থাকুন। 

কোন রকম সমস্যায় পড়লে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইট থেকেই তাদের কাস্টমার কেয়ারের নাম্বার সংগ্রহ করুন। তারপর সেখানে কল করুন। একটা কথা অবশ্যই মনে রাখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে কখনোই আপনার সেন্সিটিভ ইনফর্মেশন চাওয়া হয় না।

তাই যদি কখনো কেউ ফোন করে বা SMS এর মাধ্যমে আপনার কার্ড নাম্বার বা ওটিপি অথবা CVV ইত্যাদি সম্পর্কে জানতে চান গাহলে তাকে এড়িয়ে যান। কারণ এই তথ্য বলে দিলে এটা থেকে আপনার বিপদই বাড়বে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যদি গ্রাহক হয়ে থাকেন অবশ্যই এই সতর্কতাগুলো মেনে চলুন।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।