মাত্র 1,999 টাকা দিয়ে কেনা যাবে JioPhone Next, জেনেনিন EMI সম্পর্কে বিস্তারিত

interesting-feature-you-will-get-on-jio-phone-next
Jio Phone 5G Coming Soon (In Image Jio PhoneNext)

ইতিমধ্যে JioPhone Next-এর বিস্তারিত বিবরণ জানতে পেরেছি আমরা। সম্প্রতি সংস্থার তরফ থেকে এই স্মার্টফোনের জন্য ঘোষণা করা হল EMI-এর সুবিধা। অর্থাৎ যে সমস্ত গ্রাহকরা Jio Phone Next কিনতে চান তারা মাত্র 1,999 টাকা ডাউন পেমেন্ট দিয়েই স্মার্টফোনটি কিনে নিতে পারবেন। যদিও ফোনের অরিজিনাল দাম 6,499 টাকা। এক্ষেত্রে বাকি 4,499 টাকা আপনি EMI আকারে দিতে পারবেন।

EMI সুবিধা কেমন থাকছে?

Reliance Jio গ্রাহকদের সুবিধার্থে চারটি ভিন্ন Jio Phone Next EMI প্ল্যান ঘোষণা করেছে। প্রত্যেকটি EMI প্ল্যানেই বাকি থাকা অর্থ পরিশোধের জন্য সংস্থার তরফ থেকে সময় 18-24 মাস রাখা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক EMI প্ল্যানস গুলি।

প্রথমেই রয়েছে Always-On Plan। এই প্ল্যানের মধ্যে গ্রাহকদের 18 মাসের জন্য প্রতিমাসে 350 টাকা করে এবং 24 মাসের ক্ষেত্রে প্রতিমাসে 300 টাকা করে দিতে হবে। একই সাথে ব্যবহারকারীরা প্রতি মাসে পাবেন 5GB Data সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও পাওয়া যাবে 100 মিনিট ভয়েস কলিং এর সুবিধা।

পরবর্তী প্ল্যানটি হল JioPhone Next Large প্ল্যান। এই প্ল্যানের অধীনে গ্রাহকদের 18 মাসের জন্য প্রতিমাসে 500 টাকা এবং 24 মাসের জন্য প্রতিমাসে 450 টাকা করে দিতে হবে। একই সাথে সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহারকারীরা প্রতিদিন 1.5GB Data এবং আনলিমিটেড ভয়েস কলিং সুবিধাও উপভোগ করতে পারবেন।

Jio Phone Next- এর তৃতীয় EMI প্ল্যানটি হলো XL। এক্ষেত্রে গ্রাহকরা 18 মাসের জন্য প্রতিমাসে 550 টাকা করে এবং 24 মাসের জন্য প্রতিমাসে 500 টাকা দিতে হবে। এছাড়াও এই প্ল্যানের অধীনে, ব্যবহারকারীরা প্রতিদিন 2GB Data এবং যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা পেয়ে যাবেন।

জেনেনিন : মাত্র 1 টাকার ট্রানজ্যাকশনে 51 টাকার ক্যাশব্যাক দিচ্ছে WhatsApp, দুর্দান্ত এই অফার মিস করলে লস, কিভাবে পাবেন জেনেনিন

সর্বশেষ রয়েছে XXL Plan। এই প্লানের মধ্যে আপনি পেয়ে যাবেন আনলিমিটেড ভয়েস কলিং এর পাশাপাশি প্রতিদিন 2.5GB ইন্টারনেট ব্রাউজিং সুবিধা। গ্রাহকদের 18 মাসের জন্য প্রতিমাসে 600 টাকা এবং 24 মাসের জন্য প্রতিমাসে 550 টাকা করে প্রদান করতে হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত গ্রাহকরা ফোনটি কিনতে চান কিন্তু একবারে একটি বড় অর্থ খরচ করতে পারছেন না তাদের কাছে মাত্র নির্দিষ্ট কিছু টাকা দিয়েই ফোনটি পাওয়ার বিকল্প অপশন রয়েছে। 

Jio Phone Next স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 5.45-Inch HD+ Display। একই সঙ্গে থাকছে Snapdragon 215 SoC। স্টোরেজ হিসাবে পেয়ে যাবেন 2GB of RAM + 32GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়া প্রয়োজনে আপনি microSD ব্যবহার করে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। 

একইসাথে ইনক্লুড থাকছে 13-Megapixel Primary Back Camera। আরও পাবেন 8-Megapixel Front-Camera। এখানেই শেষ নয় রয়েছে 3,500 mAh ব্যাটারি। এছাড়াও পেয়ে যাবেন Jio & Google Apps, JioSaavn, MyJio, JioTV, JioCinema, Google Play Store, YouTube সহ অসাধারণ প্রভৃতি অ্যাপ্লিকেশন।

খুব সংক্ষেপে জেনে নেওয়া যাক এই বিষয়ে আমাদের মনে আসা বেশ কিছু প্রশ্নের উত্তর-

রিলায়েন্স জিওর নতুন স্মার্টফোন জিওফোন নেক্সট (JioPhone Next)-এর দাম কত রাখা হয়েছে? 

রিলায়েন্স জিওর নতুন স্মার্টফোন জিওফোন নেক্সটের দাম রাখা হয়েছে মাত্র 6,499 টাকা। তবে খুব সহজে স্মার্টফোন কিনতে পারে তার জন্য নানান ইএমআই অপশন দেওয়া রয়েছে। সেই সম্পর্কিত বিস্তারিত জেনে নিন উপরের লেখা থেকে।  

Relience Jio কবে লঞ্চ করবে জিওফোন নেক্সট?

আর মাত্র কয়েকদিন পরই লঞ্চ করা হতে চলেছে জিও ফোন নেক্সট। স্মার্টফোনটি লঞ্চ করা হবে 4 নভেম্বর তারিখে। 

Jio সংস্থার এই অভিনব উদ্যোগ সম্বন্ধে আপনার মতামত কি? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।