লঞ্চের আগেই লিক হয়ে গেল JioPhone Next-এর অফিসিয়াল বক্সের ছবি, জেনেনিন কনফার্ম স্পেসিফিকেশন্স

pragati os in jiophone next will offer these amazing benefits
Pragati OS in JioPhone Next will Offer Amazing Features (Image Credit : Reliance Jio)

অবশেষে বহুপ্রতীক্ষিত রিলায়েন্স জিও (Relience Jio)-র জিওফোন নেক্সট (JioPhone Next)-এর স্পেসিফিকেশন্স কনফার্ম হয়ে গেল এবং তার সাথে লিক হয়ে গেল এই ফোনের রিটেইল বক্সের ছবিও। খুবই সস্তার এই 4G স্মার্টফোন দারুন সমস্ত EMI অপশনও রেখেছে রিলায়েন্স জিও। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের কনফার্ম স্পেসিফিকেশন্স সম্পর্কে খুঁটিনাটি। 

লিক হয়ে গেল JioPhone Next-এর অফিসিয়াল বক্সের ছবি

রিলায়েন্স জিওর জিওফোন নেক্সট লঞ্চের আগেই এর অফিশিয়াল ফোন বক্সটির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। দেখা যাচ্ছে সাদা রঙের এই বক্স এর ওপর দিকে রয়েছে জিও ফোনের একটি ছবি। তার নিচে রয়েছে ক্রিয়েটেড উইথ গুগল (Created with Google) লেখা গুগলের ব্যান্ডিং। আর একটি পাশে রয়েছে রিলায়েন্স জিওর লোগো। 

প্রসঙ্গত উল্লেখ্য, রিলায়েন্স জিও গুগলের সাথে পার্টনারশিপে এই সস্তার ফোরজি স্মার্টফোন নিয়ে আসছে ভারতীয়দের জন্য। এই বিষয়ে Relience Jio-র AGM এই যাবতীয় ঘোষণা করা হয়ে গিয়েছিল। স্মার্টফোনটির মধ্যে গুগলের নানান প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের সাথেই রিলায়েন্স জিওর অ্যাপ্লিকেশন গুলোও ইন্সটল থাকবে। আমরা পেয়ে যাবো জিও সাভান, জিও টিভি, মাই জিও, জিও সিনেমা, গুগল প্লে স্টোর, ইউটিউব ইত্যাদির সুবিধাও। 

  • JioPhone Next Retail Box Picture Leak
  • JioPhone Next Retail Box Picture Leak

JioPhone Next স্পেসিফিকেশন্স 

জিও ফোন নেক্সটের মধ্যে ডিসপ্লে হিসাবে রয়েছে 5.45 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। ব্যাটারি হিসেবে এই স্মার্টফোনটি তে থাকছে 3500 mAh-এর ব্যাটারি এবং চার্জিং এর জন্য থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। 2GB RAM এর সাথে আসছে এই স্মার্টফোনটি এবং থাকছে 32GB ইন্টার্নাল স্টোরেজ। এই স্টোরেজকে MicroSD কার্ড ব্যবহার করে 512GB পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

জেনেনিন : ভারতে Redmi Note 11 সিরিজের লঞ্চ খুব শীঘ্রই, তবে আসতে পারে POCO ব্রান্ডের আন্ডারে

ডিসপ্লেতে বেজেলসের কথা বলতে গেলে অপর দিকে এবং নিচের দিকে পাতলা বেজেলস রয়েছে। Processor হিসাবে স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 215। ক্যামেরা হিসাবে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা হিসাবে স্মার্টফোনটিটে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। 

রয়েছে 3.5 এমএম হেডফোন জ্যাকও। আর এই স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েড এর উপর ভিত্তি করে তৈরি Pragati OS এর সাহায্যে। যেটা গুগল স্পেশালি তৈরি করেছে এই স্মার্টফোনের জন্যই। আর এই Pragati OS এর মধ্যেই শুধুমাত্র ভারতীয়দের কথা বিবেচনা করেই বিশেষ বিশেষ কিছু ফিচার্স রাখা হয়েছে। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।