Pragati OS এনে দেবে JioPhone Next-এ এই সকল দুর্দান্ত সুবিধা, জেনেনিন খুঁটিনাটি

pragati os in jiophone next will offer these amazing benefits
Pragati OS in JioPhone Next will Offer Amazing Features (Image Credit : Reliance Jio)

আগামী নভেম্বর মাসের 4 তারিখেই রিলায়েন্স জিও (Reliance Jio)-র পক্ষ থেকে বহু প্রতীক্ষিত জিও ফোন নেক্সট (JioPhone Next) লঞ্চ করে দেওয়া হবে। গুগলের সাথে পার্টনারশিপে এই সস্তা 4G স্মার্টফোন তৈরি করেছে রিলায়েন্স জিও (Reliance Jio) এবং এর আগেই আমরা এই JioPhone Next-র সমস্ত স্পেসিফিকেশন্স সম্পর্কে আপনাদের জানিয়েছি। দারুন চমক রয়েছে সেখানেও।  

আর চমকের শেষ নেই। গুগল এর পক্ষ থেকে জানা গেছে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হবে Pragati OS। জিও ফোন নেক্সটই হতে চলেছে প্রথম স্মার্টফোন যার মধ্যে এই অপারেটিং সিস্টেমকে ব্যবহার করা হবে। আর শুধুমাত্র ভারতীয়দের কথা ভেবেই দুর্দান্ত সমস্ত ফিচার্স রাখা হয়েছে এই অপারেটিং সিস্টেমের মধ্যে। চলুন দেখে নেওয়া যাক আমরা কোন কোন দারুন সুবিধা পাবো এই নতুন জিও ফোন নেক্সট এর মধ্যে Pragati OS-এর জন্য। 

Pragati OS-এর জন্য JioPhone Next কি কি দারুন ফিচার্স দেবে আমাদের?

1। প্রথমেই যে ফিচারটি জানানো প্রয়োজন তা হল ভয়েস অ্যাসিস্ট্যান্ট (Voice Assistant)। নতুন অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা অত্যন্ত সুবিধাজনক ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাবো। যার সাহায্যে শুধুমাত্র ভয়েস কমান্ডের মাধ্যমে আমরা অনেক কাজ করে নিতে পারব। কোন নির্দিষ্ট অ্যাপ্লিকেশন খোলা থেকে শুরু করে, যেকোনো সেটিংস ম্যানেজ করা সবকিছু সামলে নেওয়া যাবে ভয়েস অ্যাসিস্ট্যান্ট এর মাধ্যমেই। 

2। এছাড়াও স্মার্টফোনটিতে থাকবে স্মার্ট ক্যামেরা (Smart Camera)। যা ফটোগ্রাফি রিলেটেড দুর্দান্ত সমস্ত সুবিধা এই অল্প টাকার মধ্যেই আমাদের প্রধান করবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করা। অর্থাৎ খুব সুন্দর বোকে ইফেক্ট এর সুযোগ এনে দেবে এই ক্যামেরা। এমনকি রাত্রেও খুব সুন্দর ফটোগ্রাফির সুযোগ পাওয়া যাবে এই ক্যামেরাটিতে।

জেনেনিন : সাবধান! Squid Game-এর ছদ্মবেশে থাকা এই অ্যাপ্লিকেশনে রয়েছে ক্ষতিকারক জোকার ম্যালওয়্যার, এক্ষুনি আনইন্সটল করে দিন

3। আরেকটা নতুন ফিচার এর মধ্যে রাখা হয়েছে। সেটা হল ট্রান্সলেশন (Translation) ফিচার। যেকোনো নিউজ বা যেকোন এপ্লিকেশন এর লেখা অন্য ভাষায় হলেও আর চিন্তা নেই। আপনার প্রয়োজনীয় ভাষাতে খুব সহজেই ট্রান্সলেট করে নেওয়ার ফিচার থাকবে এই নতুন প্রগতি ওএস এর মধ্যে। 

4। এছাড়াও বলা হচ্ছে এই Pragati OS থাকার জন্য খুব ভালো ব্যাটারি লাইফ প্রদান করবে রিলায়েন্স জিওর এই JioPhone Next স্মার্টফোনটি। সফটওয়্যার আপডেটের সুবিধা থাকবে অটোমেটিক্যালি। অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবেনা সফটওয়্যার আপডেটের জন্য। আর প্রতিটা সফটওয়্যার আপডেট অবশ্যই আরো নতুন নতুন ফিচার যোগ হবে স্মার্টফোনটিতে। 

এই সমস্ত ফিচার থাকার জন্য স্বভাবতই জিও ফোন নেক্সট নিয়ে এক্সাইটেড সকলেই। তবে জিও ফোন নেক্সট সত্যিই সফল হবে কি তা লঞ্চ পরপরই বলা যাবে। এই বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই জানাতে ভুলবেন না। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।