সাবধান! Squid Game-এর ছদ্মবেশে থাকা এই অ্যাপ্লিকেশনে রয়েছে ক্ষতিকারক জোকার ম্যালওয়্যার, এক্ষুনি আনইন্সটল করে দিন

squid game app with malware removed from google play store

স্কুইড গেম (Squid Game) নিয়ে এখন আর বিস্তারিত পরিচয় দেওয়ার কিছুই নেই। সারা পৃথিবী জুড়েই এই সাউথ কোরিয়ান সারভাইভাল টেলিভিশন সিরিজের রমরমা। একের পর এক রেকর্ড ভেঙে চলছে। ইতিমধ্যে জনপ্রিয়তার শীর্ষে উঠে গেছে স্কুইড গেম। আর এই গেমের জনপ্রিয়তাকে ভাঙিয়েই এবার একের পর এক লোক ঠকানোর পরিমাণ বেড়েই চলেছে। অতিসম্প্রতি গুগল প্লে স্টোর (Google Play Store)- এ এমনই ক্ষতিকারক অ্যাপ্লিকেশনের সন্ধান পাওয়া গেল! স্কুইড গেম এর ছদ্মবেশে যা আদতে ইউজারদের ক্ষতি করে দিচ্ছিল। 

স্কুইড গেমের ছদ্মবেশে থাকা এই অ্যাপ্লিকেশনে রয়েছে ক্ষতিকারক জোকার ম্যালওয়্যার

এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ESET-এর রিসার্চার Lucas Stefanko। তিনি ম্যালওয়ার বিষয়ক একজন পর্যবেক্ষক এবং এর আগেও অনেক ক্ষতিকারক অ্যাপ্লিকেশন সম্পর্কে তিনি আগেভাগেই সচেতন করে দিয়েছেন সকলকে। তিনি জানিয়েছেন গুগল প্লে স্টোরে স্কুইড গেম ওয়ালপেপার ফোরকে এইচডি (Squid Game Wallpaper 4K HD) নামে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। যে App টি কোনমতেই অফিশিয়াল অ্যাপ্লিকেশন নয় এই টিভি সিরিজের। 

যারা স্কুইড গেমের ভক্ত তারা এই App ডাউনলোড করে স্কুইড গেমের 4K ওয়ালপেপার পেতেন। তবে দেখা যাচ্ছে আদতে এই ওয়ালপেপারের ছদ্মবেশে অ্যাপ্লিকেশনটি ক্ষতিকারক জোকার ম্যালওয়্যার ঢুকিয়ে দিতো ইউজারদের স্মার্টফোনে। যার ফলে অনিচ্ছা সত্ত্বেও কোনো কোনো সময় প্রিমিয়াম সার্ভিস অটোমেটিক অ্যাক্টিভেট করে দিত এই জোকার ম্যালওয়্যার। আর ইউজারদের দিতে হতো মোটা টাকা। নিজের অজান্তেই হয়ে যেত পেকেট ফাঁকা।  

জেনেনিন : সাবধান! এই অ্যাপ্লিকেশন গুলো দ্রুত শেষ করে দিচ্ছে আপনার স্মার্টফোনের ব্যাটারি, এক্ষুনি সচেতন হয়ে যান

এমনকি ইউজারদের অনুমতি না নিয়ে যেকোন ধরনের ক্ষতিকারক অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দিতে পারছিল এই অ্যাপ্লিকেশনটি। এককথায় যা ভয়ঙ্কর হতে পারে সকল ইউজারদের জন্যই। তাই আপনার স্মার্টফোনেও যদি Squid Game Wallpaper 4K HD-এই এপ্লিকেশনটি ইন্সটল থাকে তাহলে এক্ষুনি আনইন্সটল করে দিন। 

প্রসঙ্গত উল্লেখ্য, এই বিষয়ে খবর পাওয়া মাত্রই গুগল (Google) এই অ্যাপ্লিকেশন টিকে তাদের প্লে স্টোর থেকে রিমুভ করে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে গেমটির পাঁচ হাজারের ওপর ডাউনলোড হয়ে গিয়েছিল রিমুভ করার আগেই। তাই আপনি যদি স্কুইড গেম এর ভক্ত হয়ে থাকেন। খুবই সম্ভব আপনার স্মার্টফোনেও অ্যাপ্লিকেশনটি ইন্সটল থাকার। সেজন্য এই বিষয়ে সচেতন হয়ে যান এবং গেমটিকে আপনার স্মার্টফোন থেকে এক্ষুনি আনইন্সটল করে দিন। আর ক্ষতির হাত থেকে বাঁচুন। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।