500 টাকার এই রিচার্জ প্ল্যানে Jio-র তুলনায় Vi দিচ্ছে অধিক সুবিধা, জেনেনিন বিস্তারিত এখুনি

Vi vs Reliance Jio ShresthoTech

আমরা জানি Vodafone Idea (Vi) তাদের গ্রাহকদের সুবিধার্তে নতুন একটি 501 টাকার রিচার্জ প্ল্যান চালু করেছে। ঠিক একইভাবে Reliance Jio তাদের নেটওয়ার্কে ইউজারদের 499 টাকার প্ল্যান অফার করে। অর্থাৎ উভয় টেলিকম সংস্থাই প্রায় 500 টাকার বিনিময়ে তাদের গ্রাহকদের রিচার্জ প্ল্যান উপভোগের সুবিধা দেয়। আজকের আর্টিকেল আমরা জেনে নেবো কোন সংস্থা দিচ্ছে বেশি সুবিধা। আর কোন অল্যান আপনার জন্য ভালো হবে। 

Reliance Jio 499 টাকার প্রিপেইড প্ল্যান 

এই প্রিপেইড প্ল্যানসটির বৈধতা রাখা হয়েছে 28 দিন। এই রিচার্জ প্ল্যানে আপনি পেয়ে যাবেন প্রতিদিন 3GB Data এবং অতিরিক্ত 6GB Bonus Data। অর্থাৎ আপনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ 90GB ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধা। একই সাথে পাবেন যেকোনো নেটওয়ার্কে সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কলের সুবিধা। 

আরও রয়েছে100 টি SMS প্রতিদিনের জন্য। এরই পাশাপাশি পাবেন পুরো এক বছরের জন্য Disney+ Hotstar Mobile-Subscription সুবিধা। এছাড়াও JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud সম্পূর্ণ বিনামূল্যে উপভোগের সুবিধাতো থাকছেই। 

জেনেনিন : খারাপ খবর! Mobile Recharge করতে গেলে দিতে হবে এক্সট্রা টাকা, PhonePe-র এই সিদ্ধান্তে হতবাক সকলেই

VI 501 টাকার প্রিপেইড প্ল্যান 

আগের প্ল্যানের মতই এই প্ল্যানেরও বৈধতা 28 দিন। এর মধ্যে আপনি পাবেন প্রতিদিন 3GB Data এবং 16GB Bonus Data অর্থাৎ পেয়ে যাচ্ছেন পুরো 100GB Data। একই সাথে পাবেন যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং এর পাশাপাশি প্রতিদিন 100 টি SMS ব্যবহারের সুবিধা। আরও থাকছে Disney+ Hotstar Mobile-Subscription কোন অতিরিক্ত খরচ ছাড়াই সম্পূর্ণ এক বছরের জন্য।

এরই পাশাপাশি রয়েছে Weekend Data Rollover এবং Binge All Night সুবিধা। অর্থাৎ আপনার না ব্যবহৃত Data আপনি সপ্তাহের শেষে পুনরায় ব্যবহারের সুবিধা পাবেন। এছাড়াও রাত 12 টা থেকে সকাল 6 টা পর্যন্ত আনলিমিটেড ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। এক্ষেত্রে আপনার প্রতিদিনের নির্ধারিত Data থেকে কোনরকম Data খরচ হবে না।

কে দিচ্ছে বেশি বেনিফিট?

তুলনামূলকভাবে দেখতে গেলে উভয় রিচার্জ প্ল্যানের বেশকিছু সুবিধা এক হলেও, বিশেষ কোন অংশে Vi রিচার্জ প্ল্যানটি নিঃসন্দেহে ভালো। কারণ এক্ষেত্রে আপনি পাচ্ছেন 16GB বোনাস Data যেখানে Jio সংস্থা আপনাকে দেয় মাত্র 6GB অতিরিক্ত Data। একই সাথে ভোডাফোন আইডিয়া Weekend Data Rollover এবং Binge All Night সুবিধা দেয়।

যা Reliance Jio কোনভাবেই তাদের নেটওয়ার্কে গ্রাহকদের এমন সুবিধা প্রদান করেনা। অর্থাৎ আপনি যদি অতিরিক্ত ইন্টারনেট ব্রাউজিং পছন্দ করেন তবে সেক্ষেত্রে Vi রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন। এবার এই দুটি প্রিপেইড রিচার্জ প্ল্যানের মধ্যে কোন রিচার্জ প্ল্যানটি আপনার সবথেকে বেশি আকর্ষনীয় লেগেছে? তা আমাদের অবশ্যই জানাতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।