Nokia-নিয়ে আসছে Nokia T20 ট্যাবলেট, লিস্ট হয়ে গেছে Flipkart-এ, এখুনি জেনেনিন বিস্তারিত

Nokia T20 Tablet Listed on Flipkart (Image : Nokia)

সম্প্রতি ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে Nokia T20 ট্যাবলেট। অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও প্রকাশ না হলেও ইতিমধ্যে Flipkart ই-কমার্স প্ল্যাটফর্মে ডিভাইসটির সম্ভাব্য স্পেসিফিকেশন্স এবং দাম টিজ হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

Nokia T20 ট্যাবলেট স্পেসিফিকেশন্স

এর মধ্যে রয়েছে 1200 x 2000 Pixels রেজুলিউশন বিশিষ্ট 10.4-Inch LCD Display। একই সঙ্গে এটি 400 Nits-এর। আর সঙ্গে এটি SGS Blue Light Certified। এই ট্যাবলেটের মধ্যে উপস্থিত থাকছে Unisoc T610 SoC। জানা গেছে এটি Android 11 দ্বারা পরিচালিত হবে এবং Monthly Security Update-এর সুবিধা তো থাকছেই।

স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন 3GB RAM + 32GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM + 64GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও প্রয়োজনে আপনি microSD Card ব্যবহার করে 512GB পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। আরও রয়েছে 5MP সেলফি ক্যামেরা সহ 8MP Rear Camera। 

জেনেনিন : লঞ্চের আগেই লিক হয়ে গেল JioPhone Next-এর অফিসিয়াল বক্সের ছবি, জেনেনিন কনফার্ম স্পেসিফিকেশন্স

এখানেই শেষ নয় পাবেন 8,200mAh ব্যাটারি এবং 18W ফাস্ট চার্জিং ফিচারস। যদিও প্যাকেজের মধ্যে আপনি পেয়ে যাবেন মাত্র 10W চার্জার। একই সাথে ইনক্লুড রয়েছে  Dual Stereo Speakers, Dual Microphones, Dual-Band Wi-Fi, 3.5mm Headphone Jack, Bluetooth 5.0 এবং LTE ভেরিয়েন্টও পাবেন GPS সুবিধা।

দাম কত রাখা হয়েছে?

ডিভাইসটির দাম কত হবে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি। আমরা জানি এটি Global মার্কেটে আত্মপ্রকাশ করেছিল। সেই পরিপ্রেক্ষিতে যদি আমরা ইউরোপীয় মূল্য অনুসারে হিসাব করি তবে Wifi মডেলের জন্য Nokia T20-এর দাম হতে পারে প্রায় 18,500 টাকা। যেখানে LTE মডেলের দাম হবে প্রায় 20,500 টাকার কাছাকাছি।

কি ভাবছেন আপনি এই নতুন ট্যাবলেট সম্বন্ধে? তা অবশ্য আমাদের জানাতে ভুলবেন না। একই সাথে ডিভাইসটি লঞ্চ হওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেবো আমরা। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।