ভারতে Redmi Note 11 সিরিজের লঞ্চ খুব শীঘ্রই, তবে আসতে পারে POCO ব্রান্ডের আন্ডারে

Redmi Note 11 Series Launched (Image : Redmi)

গতকাল Redmi-র পক্ষ থেকে Redmi Note 11 সিরিজের তিনটি স্মার্টফোন লঞ্চ করে দেওয়া হয়েছে। তবে আমাদের দেশে এখনো স্মার্টফোন গুলো লঞ্চ করা হয়নি। প্রথমেই লঞ্চ করে দেওয়া হয়েছে চিনে। এবার ভারতে এই স্মার্টফোন লঞ্চ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই আমাদের দেশেও রেডমি নোট ইলেভেন সিরিজ লঞ্চ হতে পারে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

শীঘ্রই আমাদের দেশেও লঞ্চ হতে চলেছে Redmi Note 11 সিরিজ

এই বিষয়ে বিশেষ কয়েকটি তথ্য থেকে জানা যাচ্ছে এই রেডমি নোট ইলেভেন (Redmi Note 11) সিরিজ ইতিমধ্যেই BIS সার্টিফিকেশন ওয়েবসাইটে, অর্থাৎ ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন ওয়েবসাইটে লিস্টিং হয়ে গেছে। লঞ্চের কিছুদিন আগেই এমনটা সাধারণত ঘটে থাকে। 

রেডমি নোট ইলেভেন প্রো (Redmi Note 11 Pro) এবং নোট ইলেভেন প্রো প্লাস (Redmi Note 11 Pro+) স্মার্টফোন দুটি যথাক্রমে 21091116I এবং তার সাথে 21091116UI এই দুটি মডেল নাম্বারই দেখতে পাওয়া গেছে।  

জেনেনিন : হতবাক করা ডিসকাউন্ট পাওয়া যাবে Samsung-এর এই 5G স্মার্টফোনে! মিস করবেন না, অফার সীমিত সময়ের জন্য!

এই বিষয়ে টেকনো আঙ্কিত নামে একজন লিকস্টার জানাচ্ছেন যে এই নতুন স্মার্টফোন ভারতে POCO ব্রান্ডের আন্ডারে লঞ্চ হতে পারে। এমনকি গ্লোবালিও এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হবে পোকো ব্র্যান্ড এর আন্ডারেই। তাই সমস্ত কিছু দেখে এই ব্যাপারটা নিশ্চিত যে ভারতীয় খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে এই রেডমি নোট ইলেভেন সিরিজ। ইতিমধ্যে এই সমস্ত কিছু দেখে লঞ্চ হতে দেরি যে আর দেরি নেই তা নিশ্চিত ভাবেই বলা যায়।

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।