সেল ডেটের আগেই ভারতে বিক্রি শুরু হয়ে গেল GoPro Hero 10 Black-এর, রয়েছে হতবাক করা স্পেসিফিকেশন্স, জেনেনিন দাম সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

GoPro Hero10 Black

গত সেপ্টেম্বর মাসেই GoPro-র পক্ষ থেকে গ্লোবালি লঞ্চ করে দেওয়া হয়েছিল তাদের GoPro Hero 10 Black নামে লেটেস্ট একশন ক্যামেরা। ছোট্ট এই একশন ক্যামেরায় দুর্দান্ত স্পেসিফিকেশন্স রয়েছে এবং যেটা যেকোনো ভিডিও ক্রিয়েটরের বেসিক চাহিদা মিটিয়ে দিতে সক্ষম। জানানো হয়েছিল নভেম্বর মাসের প্রথম দিক থেকেই ভারতে এই একশন ক্যামেরার সেল শুরু হবে। অবশেষে সেই ডেটের আগেই ভারতে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এই GoPro Hero 10 Black একশন ক্যামেরা। 

GoPro Hero 10 Black-এর দাম 

এই লেটেস্ট একশন ক্যামেরাটি কে ভারতে কিনতে পাওয়া যাবে অ্যামাজন এবং ফ্লিপকার্ট এর মাধ্যমে। এর দাম রাখা হয়েছে 54,500 টাকা। শুধুমাত্র একটি কালার ভেরিয়েন্টেই এই একশন ক্যামেরাটি উপলব্ধ রয়েছে। সেটি হল ব্ল্যাক। বক্সের মধ্যে রয়েছে GoPro Hero 10 Black, ক্যামেরা মাউন্ট, রিচার্জেবল ব্যাটারি, USB Type-C ক্যাবল, ক্যামেরা থাম্ব স্ক্রু এবং ক্যামেরা কেস ইত্যাদি থাকছে! এক ঝলকে দেখে নেওয়া যাক GoPro Hero 10 Black এর স্পেসিফিকেশন্স এবং ফিচারস কেমন রয়েছে।

জেনেনিন : ভারতে Redmi Note 11 সিরিজের লঞ্চ খুব শীঘ্রই, তবে আসতে পারে POCO ব্রান্ডের আন্ডারে

Gopro Hero10 Black স্পেসিফিকেশন্স

Gopro Hero10 Black এর মধ্যে রয়েছে 23.6 মেগাপিক্সেলের এর সেন্সর। যা 60fps-এ 5.3K ভিডিও শুট করতে সক্ষম। 120fps-এ 4K ভিডিও শুট করতে সক্ষম। 240fps-এ 2.7K ভিডিও শুট করতে সক্ষম। এর সাহায্যে সুপার স্লোমো ভিডিও রেকর্ড করা যাবে। রয়েছে নতুন GP2 প্রসেসর। রয়েছে হাইপার স্মুথ 4.0 ভিডিও স্টেবিলাইজেশনের সুবিধাও। সাথে হরাইজন লেভেলিং এর সুবিধাও আছে।  

সামনের ক্যামেরা লেন্স এর পাশেই কালার ডিসপ্লে ইনক্লুড করা রয়েছে এই একশন ক্যামেরাতে এবং ব্যাক সাইডের টাচ ডিসপ্লে রয়েছে। যার মধ্যে টাচ টু জুম ফিচার পাওয়া যাবে। এর মধ্যে পাওয়া যাবে 1080p ওয়েবক্যামও। থাকছে SuperPhoto+ HDR, Night Lapse Video-র সুবিধা। এমনকি পাওয়া যাবে RAW ফটো ক্যাপচার করার সুবিধা ও TimeWrap 3.0। 

11 টি ভাষাতে 13 টি ভয়েস কন্ট্রোল কমান্ডের সুবিধাও পাওয়া যাবে এই ক্যামেরার মধ্যে। 10 মিটার পর্যন্ত ওয়াটারপ্রুফ সেল দেওয়া থাকছে এই ক্যামেরার সাথে। থাকছে তিনটি মাইক্রোফোন এর সুবিধা। থাকছে 1,720mAh-এর ব্যাটারি। আর এই ব্যাটারীতে চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জিং এর সুবিধাও থাকছে।সমস্ত কিছু মিলিয়ে GoPro-র এই নতুন একশন ক্যামেরা রীতিমতো চমক নিয়ে এসেছে এবার। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।