120W ফাস্ট চার্জিং সহ দুর্দান্ত স্পেসিফিকেশন্স এর সাথে লঞ্চ হয়ে গেল Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + স্মার্টফোন, এক নজরে জেনেনিন স্পেসিফিকেশন্স এবং সম্ভাব্য দাম

Redmi Note 11 Series Launched (Image : Redmi)

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি চীনে আনুষ্ঠানিকভাবে Redmi Note 11 সিরিজ লঞ্চ হয়ে গেল। এই সিরিজে রয়েছে তিনটি অসাধারণ স্মার্টফোন। যার মধ্যে পাবেন Redmi Note 11, Redmi Note 11 Pro এবং Redmi Note 11 Pro + মডেল। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে সমস্ত কিছু।

Redmi Note 11 স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন 90Hz Refresh Rate বিশিষ্ট 6.6-Inch FHD+ LCD Display। একই সাথে পাবেন Mali-G57 MC2 GPU যুক্ত MediaTek Dimensity 810 Chipset। এছাড়াও পাবেন 5,000mAH ব্যাটারি এবং 33W ফাস্ট চার্জিং এর সুবিধা। আরও থাকছে 50MP Primary Sensor এবং 8MP Depth-Camera। এরই পাশাপাশি যুক্ত রয়েছে 16MP সেলফি ক্যামেরা। 

স্মার্টফোনটি Android 11 OS ও MIUI 12.5 দ্বারা পরিচালিত হবে। একই সঙ্গে রয়েছে 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, GPS, USB Type-C Port, Bluetooth 5.0 এবং Side-Mounted Fingerprint Sensor এর সুবিধাও। 

Redmi Note 11 Pro স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যে পাবেন 120Hz Refresh Rate যুক্ত 6.67-Inch FHD+ AMOLED Display। একই সাথে রয়েছে 20:9 Aspect Ratio এবং HDR10+। স্মার্টফোনটিতে উপস্থিত রয়েছে Mali-G68 MC4 বিশিষ্ট MediaTek Dimensity 920 Processor। জানা গেছে এটিও Android 11 OS MIUI 12.5 উপর ভিত্তি করে পরিচালিত হবে।

এখানেই শেষ নয় রয়েছে 108MP Samsung HM2 Primary Sensor, 8MP Ultra-Wide-Angle Lens, 2MP Depth Sensor। আরও থাকছে 16MP Front Camera। একই সঙ্গে পাবেন 5,160mAh ব্যাটারি এবং 67W ফাস্ট চার্জার। এদের সাথেই রয়েছে JBL & Symmetrical স্পিকার এবং Side-Mounted Fingerprint Sensor।

জেনেনিন : IRCTC-র সাথে এবার পার্টনারশিপ করছে TrueCaller, রেলযাত্রীদের জন্য সুখবর

Redmi Note 11 Pro+ স্পেসিফিকেশন্স

এই স্মার্টফোনের মধ্যেও থাকছে 120Hz Refresh Rate বিশিষ্ট 6.67-Inch AMOLED Display। একই সাথে পাবেন 108MP Main Camera, 8MP Ultra-Wide Lens এবং 2MP Depth Sensor পাশাপাশি 16MP Front Camera। 

স্মার্টফোনের মধ্যে ইনক্লুড রয়েছে MediaTek Dimensity 920 Chipset। আরও থাকছে 4500mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং এর সুবিধা। পাবেন 5G, 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth 5.1, GPS, NFC, USB Type-C Port, JBL Speakers, Stereo Speakers এবং Side-Mounted Fingerprint Sensor-ও।

দাম কত রাখা হয়েছে?

Redmi Note 11 স্মার্টফোনের 4GB + 128GB মডেলের দাম RMB 1,199 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 14,000 টাকার কাছাকাছি। একই সাথে 6GB + 128GB ভেরিয়েন্ট এর জন্য আপনাকে দিতে হবে RMB 1,299 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 15,200 টাকা। এছাড়াও 8GB + 128GB মডেলের দাম RMB 1,499 এবং 8GB + 256GB দাম রাখা হয়েছে RMB 1,699। 

জেনেনিন : হতবাক করা ডিসকাউন্ট পাওয়া যাবে Samsung-এর এই 5G স্মার্টফোনে! মিস করবেন না, অফার সীমিত সময়ের জন্য!

Redmi Note 11 Pro মডেলটির 6GB + 128GB দাম রাখা হয়েছে RMB 1,799। অর্থাৎ আমাদের দেশে যা 21,000 টাকা। তবে এখন আপনি এই মডেলটি পেয়ে যাবেন RMB 1,599 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 18,700 টাকাতে। 

একই সঙ্গে 8GB + 128GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে RMB 1,899 অর্থাৎ আমাদের দেশে যা 22,300 টাকা। এছাড়াও 8GB + 256GB মডেলের দাম RMB 2099 অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 24,600 টাকা। 

সর্বশেষ Redmi Note 11 Pro+ স্মার্টফোনটির 6GB + 128GB দাম ধার্য করা হয়েছে RMB 1,899 অর্থাৎ আমাদের দেশে যা 22,200 টাকা। একই সঙ্গে 8GB + 128GB দাম RMB 2,099 এবং 8GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে RMB 2,299। 

আমাদের দেশে স্মার্টফোনগুলো কবে উপলব্ধ হবে তা এখনই বলা সম্ভব নয়। কি ভাবছেন আপনি এই নতুন Redmi Note 11 Series সমন্ধে? কেমন লাগলো এদের স্পেসিফিকেশন্স আপনার? গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।