হতবাক করা ডিসকাউন্ট পাওয়া যাবে Samsung-এর এই 5G স্মার্টফোনে! মিস করবেন না, অফার সীমিত সময়ের জন্য!

Samsung Galaxy M52 5G
Samsung Galaxy M52 5G (Image : Samsung)

দিওয়ালি উপলক্ষে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি গুলি একের পর এক সেল নিয়ে এসে চলে এসেছে। আমরা আগেই জানিয়েছি MI-এর তরফ থেকে তাদের Diwali With Mi সেল লঞ্চ করে দেওয়া হয়েছে। যেখানে দূর্দান্ত সমস্ত অফার নিয়ে এসেছে তারা।

এবার স্যামসাং তাদের এক জনপ্রিয় 5G স্মার্টফোনের দাম এই দিওয়ালি উপলক্ষে দারুন ভাবে কমিয়ে দিল। এটি আর অন্য কোন স্মার্টফোন না। এটি Samsung Galaxy M52 5G। চলুন জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের আগে কত দাম ছিল এবং বর্তমান দাম কত রয়েছে। তার সাথে আমরা জেনে নিতে ভুলবো না এই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স সম্পর্কেও।  

Samsung Galaxy M52 5G স্মার্টফোনটি কেমন অফারে পাওয়া যাচ্ছে? 

Samsung Galaxy M52 5G স্মার্টফোনটিকে গত মাসেই লঞ্চ করে দেওয়া হয়েছিল। লঞ্চ করার সময় এর বেস ভেরিয়েন্টের দাম রাখা হয়েছিল 29,999 টাকা। আর এবার সামনের দিওয়ালি উপলক্ষে এই স্মার্টফোনের দাম 5,000 টাকা কমিয়ে দেওয়া হল। অর্থাৎ বর্তমানে এই স্মার্টফোনটির 6GB-128GB ভেরিয়েন্ট এর দাম পড়বে 24,999 টাকা। এর লঞ্চের সময় দাম ছিল 29,999 টাকা। 

আর তারই সাথে 8GB-128GB ভেরিয়েন্ট এর লঞ্চ দাম ছিল 31,999 টাকা। সেই ভেরিয়েন্ট আপনি পেয়ে যাবেন মাত্র 26,999 টাকা দিয়ে। আজ থেকে শুরু হয়ে গেছে এই ডিসকাউন্ট এবং ডিসকাউন্ট চলবে এই মাসের 31 তারিখ পর্যন্ত। 

কোথা থেকে কেনা যাবে স্মার্টফোনটি? 

এই স্মার্টফোনের দুটি ভেরিয়েন্টকেই এই ডিস্কাউন্টের সাথে Samsung এর অনলাইন স্টোর থেকে কিনতে পারা যাবে। আর শুধুমাত্র 6GB-128GB ভেরিয়েন্ট কেই আমাজন থেকে কিনতে পাওয়া যাবে। আর 8GB-128GB ভেরিয়েন্ট আমাজন থেকে কিনতে পাওয়া যাবে কিন্তু দাম পড়বে 27,999 টাকা।

জেনেনিন : IRCTC-র সাথে এবার পার্টনারশিপ করছে TrueCaller, রেলযাত্রীদের জন্য সুখবর

Samsung Galaxy M52 5G স্মার্টফোনটির স্পেসিফিকেশন্স কেমন? 

স্মার্টফোনটির মধ্যে পাওয়া যাবে 6.7-Inch Full HD+ Super AMOLED Plus Display। একই সাথে থাকছে 120Hzএর রিফ্রেশ রেট। স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে রয়েছে Qualcomm Snapdragon 778G। সাথে স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে ট্রিপল ক্যামেরা সেট আপ- 64MP Primary Sensor, 12MP Wide-Angle Shooter, 5MP Macro Shooter।

আর আছে 32MP ফ্রন্ট ক্যামেরা। রয়েছে 5G, 4G LTE, Wi-Fi 6, Bluetooth, GPS/ A-GPS, NFC এবং USB Type-C Port। আছে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জার।সিকিউরিটি ফিচার হিসাবে পাবেন Side-Mounted Fingerprint Sensor। 

এমনই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।