IRCTC-র সাথে এবার পার্টনারশিপ করছে TrueCaller, রেলযাত্রীদের জন্য সুখবর

Truecaller Partnering with IRCTC (Image Credit : Truecaller)

সারা দেশ জুড়ে ট্রুকলার (TrueCaller) ইউজারের সংখ্যা নেহাত কম নয়। এই কলার আইডেন্টিফিকেশন অ্যাপ্লিকেশনটি আমাদের দেশে অত্যন্ত জনপ্রিয়। আর এর জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবার ট্রুকলার ইন্ডিয়ান গভর্মেন্টের নানান এজেন্সির সাথে পার্টনারশিপ করছে। এই পার্টনারশিপের প্রাথমিক পদক্ষেপ হিসাবে IRCTC-র সাথে পার্টনারশিপ করতে চলেছে তারা। IRCTC-কে ভারতের প্রত্যেকটি ট্রেনযাত্রীরাই চেনেন। এর পুরো অর্থ হল ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন। আপনাকে অনেক বিপদ থেকে বাঁচাবে এদের এই পার্টনারশিপ।  

এবার IRCTC-র সাথে পার্টনারশিপ করছে TrueCaller 

এতদিন পর্যন্ত রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন টোল ফ্রি নাম্বারে কল করতে গিয়ে ইউজারদের নানান বিপদে পড়তে হত। এমনকি ইন্টারনেটে রেলওয়ে এনকোয়ারী সম্পর্কিত নাম্বার খুঁজতে গিয়ে ফেক নাম্বারে কল করে টাকাও খোয়াচ্ছিলেন অনেকেই। খুব সহজেই ফেক নাম্বার ইন্টারনেটে ভাইরাল করে নানান ধরনের ঠকিয়ে নেওয়ার প্রবণতা বেড়েই যাচ্ছিল। সেই নাম্বারগুলোতে ভুল করে একবার কল করে ফেললেই অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছিল। এবার এই ধরনের বিপদ থেকে বাঁচাবে ট্রুকলার ও IRCTC-র পার্টনারশিপ। 

এখন থেকে ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল নাম্বার গুলিতে যখন আপনি কল করতে যাবেন, তখন গ্রীন কালার এর একটি টিক আইকন দেখা যাবে সেই নাম্বারের পাশে। ফলে খুব সহজেই আপনি বুঝে যাবেন সেটাই ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল নাম্বার। ফলে ইন্টারনেটের ভুল হেল্পলাইনে কল করতে গিয়ে আর ঠকে যাবার প্রবণতা থাকবে না। 

জেনেনিন : সদ্য লঞ্চ হওয়া Fire-Boltt Invincible Smartwatch-এ রয়েছে মাথা খারাপ করা স্পেসিফিকেশন্স, ভালো লাগবে আপনার, আজ রয়েছে প্রথম সেল

শুধুমাত্র এখানেই থেমে থাকেনি ট্রুকলার ও IRCTC-র  পার্টনারশিপের বেনিফিটস। এই পার্টনারশিপের ফলে IRCTC-র ব্র্যান্ড নেম এবং প্রোফাইল ফটো ট্রুকলার এই লক হয়ে যাবে। অর্থাত্ অন্য কেউ আর চাইলেই সেই নাম বা প্রোফাইল ফটো ব্যবহার করতে পারবে না। তারি সাথে আপনি যখন যেকোনো ধরণের মেসেজ পাবেন IRCTC-র কাছ থেকে, তখনোও ট্রুকলার এর পক্ষ থেকে ওপরে Verified নোটিফিকেশন দিয়ে দেওয়া থাকবে।

অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ের অফিয়াল নাম্বারে (139)-এ কল করতে গেলেও ভেরিফায়েড টিক দেওয়া থাকবে। সমস্ত কিছু মিলিয়ে এই পার্টনারশিপ ভারতীয়দের, বিশেষ করে ট্রেনযাত্রীদের ঠকে যাওয়া বা এই ধরনের বাজে ফাঁদে পা দেওয়া থেকে বাঁচাবে। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।