33W ফাস্ট চার্জিং সহ লঞ্চ হতে চলেছে Poco M4 Pro 5G স্মার্টফোন, এখনই জেনেনিন লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন্স সহ সমস্ত কিছু

POCO M3 ShresthoTech
POCO M3

সম্প্রতি Poco সংস্থা তাদের M-সিরিজে আরও একটি নতুন স্মার্টফোন যুক্ত করতে চলেছে। সংস্থার তরফ থেকে টুইট করে প্রকাশ করা হয়েছে Vanilla Redmi Note 11 স্মার্টফোনের রিব্রান্ড হিসাবে লঞ্চ হতে চলেছে Poco M4 Pro 5G স্মার্টফোন। অফিসিয়াল লঞ্চের আগেই, কোম্পানি হ্যান্ডসেটটির বিভিন্ন দিক নিয়ে টিজিং শুরু করেছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক বিস্তারিত।

লঞ্চ Date কবে?

Poco M4 Pro 5G স্মার্টফোনটি 9 ই নভেম্বর লঞ্চ হবে বলে সূত্র মারফত জানতে পেরেছি আমরা। ডিভাইসটি একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে সকলের সামনে প্রকাশ করা হবে। ইতিমধ্যেই স্মার্টফোনের স্পেসিফিকেশন্স প্রকাশিত হয়েছে।

Poco M4 Pro 5G স্পেসিফিকেশন্স কেমন?

Geekbench ওয়েবসাইটের তথ্য অনুসারে এই স্মার্টফোনের মধ্যে রয়েছে 1080 x 2400 Pixels রেজুলিউশন যুক্ত 6.6-Inch FHD+ OLED Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। এছাড়া স্মার্টফোনের মধ্যে উপস্থিত রয়েছে Octa-Core 6nm Dimensity 810 SoC।

স্টোরেজ হিসাবে আপনি পেয়ে যাবেন সম্ভাব্য 6GB/8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এরই পাশাপাশি রয়েছে ডুয়েল ক্যামেরা। যার মধ্যে ইনক্লুড থাকছে 50MP Sensor এবং 8MP Ultrawide Camera। একই সঙ্গে জড়িত রয়েছে 16MP সেলফি ক্যামেরা। 

জেনেনিন : মাত্র 1,999 টাকা দিয়ে কেনা যাবে JioPhone Next, জেনেনিন EMI সম্পর্কে বিস্তারিত

এখানেই শেষ নয় পাবেন 5000mAh ব্যাটারি। এছাড়াও 33W ফাস্ট চার্জিং সুবিধা তো থাকছেই। সিকিউরিটি সিস্টেম হিসেবে আপনি পেয়ে যাবেন Side-Mounted Fingerprint Sensor। স্মার্টফোনটি লঞ্চ হওয়ার পরই আরও বিস্তারিত তথ্য জানতে পারবো আমরা। স্মার্টফোনটির দাম ঠিক কত হবে এবং কবে থেকে এটি ভারতের গ্রাহকরা উপভোগ করতে পারবেন তা এখনই বলা সম্ভব নয়।

কি ভাবছেন আপনি এই নতুন স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।