নিশ্চিত হল Lava Agni 5G স্মার্টফোনের লঞ্চ ডেট, এক নজরে জেনেনিন সম্ভাব্য স্পেসিফিকেশন্স এবং দাম সহ সমস্ত কিছু

অসাধারণ সমস্ত স্মার্টফোন বিভিন্ন সংস্থা ভারতের মাটিতে প্রতিনিয়ত লঞ্চ করে চলেছে। এবার সম্প্রতি ভারতের বাজারে শীঘ্রই লঞ্চ হতে চলেছে Lava Agni 5G স্মার্টফোন। ইতিমধ্যেই এই প্রিমিয়াম স্মার্টফোনটির লঞ্চ ডেট জানতে পেরেছি আমরা। একই সাথে জেনে নেওয়া যাক স্পেসিফিকেশন্স এবং সম্ভাব্য দাম।

Lava Agni 5G স্মার্টফোনের লঞ্চ Date কবে রাখা হয়েছে?

Lava কোম্পানির প্রথম এই 5G স্মার্টফোনটি আগামী সপ্তাহেই লঞ্চ হবে আমাদের দেশে। সংস্থার তরফ থেকে লঞ্চ ডেট হিসাবে নির্ধারণ করা হয়েছে আগামী নভেম্বর মাসের 9 তারিখ। সেই দিনই স্মার্টফোনটি ঠিক 12PM সময়ে Youtube প্ল্যাটফর্মের ম্যাধমে Live-Stream করা হবে বলে জানা গেছে। 

Lava Agni 5G সম্ভাব্য স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই স্মার্টফোনের মধ্যে পাবেন 6.51-Inch Full HD+ Resolution Display। একই সঙ্গে রয়েছে 90Hz Refresh Rate। এছাড়াও স্মার্টফোনের মধ্যে ইনক্লুড থাকছে Dimensity 810 5G Chipset। আরও রয়েছে 64MP Main Camera বিশিষ্ট কোয়াড ক্যামেরা সেটআপ। ক্যামেরার বাকি ফিচারস অজানা রয়েছে।

জেনেনিন : মাত্র 1 টাকার ট্রানজ্যাকশনে 51 টাকার ক্যাশব্যাক দিচ্ছে WhatsApp, দুর্দান্ত এই অফার মিস করলে লস, কিভাবে পাবেন জেনেনিন

জানা গেছে স্মার্টফোনটি Android 11 দ্বারা চালিত হবে। এখানেই শেষ নয় থাকছে 3.5mm Headphone Jack এবং Type-C পোর্ট। ব্যাটারি স্মার্টফোনের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। পাওয়া যাবে 5,000mAh ব্যাটারি। সিকিউরিটি ফিচারস হিসেবে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

দাম কত হতে চলেছে?

সূত্র মারফত জানা গেছে এই স্মার্টফোনটি আমরা 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এর পাশাপাশি ভিন্ন মডেলেও পেতে পারি। ডিভাইসটির সঠিক দাম জানা না গেলেও কিছুদিন আগে অনলাইনে ফাঁস হওয়া তথ্য অনুসারে আমরা আশা করতে পারি স্মার্টফোনটির দাম হতে পারে 19,999 টাকার কাছাকাছিই। 

গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।