Google Play Store-এ 100 কোটি ডাউনলোডের মার্ক ক্রস করল Telegram, তাদের সাফল্যে হতবাক সকলেই

Telegram

এই মাসের প্রথম দিকেই সারা বিশ্বকে থমকে দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব একসাথে ডাউন হয়ে গিয়েছিল। 6 ঘন্টা ধরে তারা ডাউন ছিল, যেটা ফেসবুকের ইতিহাসে সবথেকে বেশি সময় ধরে আউটেজ। তার মাত্র কয়েকদিন পরই আবার সমস্যা দেখা গিয়েছিল ফেসবুকের অধীনে থাকা বেশ কয়েকটি অ্যাপ্লিকেশনে।

এই ঘটনায় মাত্র কয়েক ঘন্টাতেই 70 মিলিয়ন নতুন ইউজার টেলিগ্রাম জয়েন করেছিলেন। এবার সমস্ত কিছুর পরই এক নতুন হতবাক করা রেকর্ড করে ফেলল টেলিগ্রাম। গুগল প্লে স্টোর (Google Play Store)-এ 100 কোটি ডাউনলোডের সংখ্যা পেরিয়ে ফেলল টেলিগ্রাম (Telegram)।

Google Play Store-এ 100 কোটি ডাউনলোডের সংখ্যা পেরিয়ে ফেলল Telegram

সাড়ে বিশ্বজুড়েই অত্যন্ত সিকিউর ইন্সট্যান্ট মেসেজিং প্লাটফর্ম হিসেবে Telegram এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। তবে একথাও অস্বীকার করা যায়না যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ঘটনা এই অ্যাপ্লিকেশনের ডাউনলোডের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়িয়ে দিয়েছে। বর্তমানে যদি আপনি গুগল প্লে স্টোরে টেলিগ্রাম কে দেখেন, তাহলে 1 বিলিয়নের ওপর ডাউনলোড রয়েছে দেখতে পারবেন। যদিও মাত্র কয়েকটা মাস আগেই 50 কোটি ডাউনলোড ছিল সেখানে।

এবার ফেসবুক এবং তার অন্যান্য অ্যাপ্লিকেশন গুলোর আউটেজ এর জন্যই মনে করা হচ্ছে এত দ্রুত এই সংখ্যা বেরোতে পারল টেলিগ্রাম। শুধু মাত্র এই ঘটনাই নয়। এর আগেও আমরা দেখেছিলাম হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যন্ড কন্ডিশনস আপডেট করার পর অনেক ইউজার হোয়াটসঅ্যাপ ছেড়ে এই মেসেজিং প্লাটফর্মে জয়েন করেছিলেন। তখনও কয়েক কোটি নতুন ইউজার এই মেসেজিং প্লাটফর্ম আপন করে নিয়েছিলেন বলে মনে করা হয়েছিল। 

জেনেনিন : মহাকাশে বিশ্বের প্রথম মুভি শুট করে International Space Station থেকে সফল ভাবে ফিরে এল রাশিয়ান ফিল্ম টিম, রচনা হল নতুন ইতিহাসের

এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, টেলিগ্রামের ইউজাররা শুধু মাত্র 100 কোটি এটা মানতে নারাজ অনেকেই। কারণ টেলিগ্রাম ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লিকেশনের APK ডাউনলোড করতে দেওয়া হয়। তারই সাথে অনেক iOS ইউজারও রয়েছেন। তা থেকেই বোঝা যাচ্ছে শুধুমাত্র 100 কোটিই নয়, সারা পৃথিবী জুড়ে আরো অনেক ইউজার রয়েছেন এই টেলিগ্রাম প্লাটফর্মে।

তবে আবার অনেকেই এই সিকিউর মেসেজিং প্ল্যাটফর্মের সাফল্যে অবাক নন। কারণ হিসেবে বলা যায় এই মেসেজিং প্লাটফর্মে হতবাক করে দেওয়ার মতো ফিচারস রয়েছে। যা অন্য প্লাটফর্মে পাওয়া যায় না। যাই হোক গুগল প্লে স্টোরে এই 100 কোটি ডাউনলোডের মার্ক পার করাতে অসংখ্য শুভেচ্ছা টেলিগ্রামকে। হোয়াটসঅ্যাপ নাকি টেলিগ্রাম কোনটা বেশি পছন্দ করেন আপনি? অবশ্যই জানাতে ভুলবেন না। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।