মহাকাশে বিশ্বের প্রথম মুভি শুট করে International Space Station থেকে সফল ভাবে ফিরে এল রাশিয়ান ফিল্ম টিম, রচনা হল নতুন ইতিহাসের

russia sent film crew to shoot movie in the international space station

এই মাসের 5 তারিখেই মহাকাশে বিশ্বের প্রথম মুভি শুট করতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন রাশিয়ার ফিল্মের একটি টিম। যার মধ্যে ছিলেন অভিনেত্রী Yulia Peresild এবং একজন ফিলম ডিরেক্টর Klim Shipenko। তাদের 12 দিনের মিশনের সমাপ্তি ঘটল আজই। এবং এই মিশন সম্পূর্ণভাবে সফল এমনটাই জানা যাচ্ছে। 

মহাকাশে বিশ্বের প্রথম মুভি শুট করে পৃথিবীতে ফিরল রাশিয়ার ফিল্ম ক্রু

এই বিষয়ে প্রথম ঘোষণা করেছিল US। প্রথম তারাই জানিয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তারা হলিউড সুপারস্টার টম ক্রুজ কে পাঠাবে। এবং সেখানে নাসা এবং SpaceX এর সাহায্য নিয়ে মিশন ইম্পসিবল সিরিজের এক মুভির কিছুটা অংশ শুট করা হবে। যার মাধ্যমে বিশ্বের প্রথম মহাকাশে মুভি শুট করার রেকর্ড করবেন তারা। তবে তাদের ঘোষণায় জল ঢেলে দিয়ে সফলভাবে এই কাজ সম্পন্ন করে ফেলল রাশিয়ার ফিল্ম টিম! 

যে মুভিটা শ্যুট করা হবে তার নাম চ্যালেঞ্জ। জানা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা একজন মহাকাশচারী কে মুমূর্ষ অবস্থা থেকে বাঁচাতে অভিনেত্রী Yulia Peresild, যিনি মুভিতে একজন সার্জেন, তাকে পাঠানো হবে সেখানে। আর সেই মুভির অংশটুকুই সফলভাবে শুটিং সম্পন্ন করে পৃথিবীতে ফিরে এসেছেন রাশিয়ান ফিল্ম টিম। 

জেনেনিন : Google Play Store থেকে বাদ গেল এই তিনটি ক্ষতিকারক অ্যাপ্লিকেশন, এক্ষুনি রিমুভ করে দিন আপনার স্মার্টফোন থেকে, চুরি করে নিচ্ছে আপনার ছবি ও টাকা

আজ ভারতীয় সময় সকাল 6:45 মিনিটে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে প্রথম তাদের যাত্রা শুরু হয়। তারপর সাড়ে তিন ঘন্টার দীর্ঘ পথ অতিক্রম করে কাজাকিস্তানে ল্যান্ড করেছে তাদের স্পেসশিপ। আর এরই সাথে সূচনা হল আর এক ইতিহাসের। 

শুধুমাত্র মহাকাশ নয়। দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে US ও রাশিয়ার মধ্যে লড়াই লেগেই থাকে। পাল্লা দিয়ে চলে একে অপরকে টেক্কা দেওয়া। তাই এবার US তাদের মুভি শুটে কি চমক দেখায় তার অপেক্ষায় থাকবে বিশ্ববাসী। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট ও অফার মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।