মহাকাশে বিশ্বের প্রথম মুভি শুট করতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে গেল রাশিয়ান ফিল্ম টিম, চলবে Challenge মুভির শুটিং

russia sent film crew to shoot movie in the international space station

US প্রথমেই এই রেকর্ড করার ঘোষণা করেছিল। মহাকাশে যাবার কথা ছিল হলিউড সুপারস্টার টম ক্রুজ এর। নাসা (NASA) এবং স্পেসেক্স (SpaceX)- এর সাহায্যে তার মিশন ইম্পসিবল সিরিজের এক আপকামিং মুভি শুট করবেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, এমনটাই ছিল প্ল্যান। তাদের ঘোষণায় জল ঢেলে দিয়ে রাশিয়া প্রথম ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠিয়ে দিল তাদের ফিল্ম শুটিংয়ের দলকে। আর তারা ইতিমধ্যে সেখানে পৌঁছেও গেছেন। 

ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছে গেল রাশিয়ান ফিল্ম ক্রু

এই শুটিং টিমের মধ্যে রয়েছেন 37 বছর বয়সী অভিনেত্রী Yulia Peresild এবং তার সাথে রয়েছেন একজন ফিল্ম ডিরেক্টরও। তার নাম Klim Shipenko। তার বয়স 38 বছর। আজ 1222GMT তে তারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (International Space Station) ডক করেছেন। আর তারপরই চারিদিক থেকে ধেয়ে আসছে শুভেচ্ছা বার্তা। 12 দিনের এই মিশনের সূত্রপাত ঘটে গেছে ইতিমধ্যেই। 

এই রাশিয়ান ফিল্ম টিমকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানোর জন্য রাশিয়ার স্পেস এজেন্সি Roscosmos সাহায্য নিয়েছে Soyuz MS-19 স্পেসশিপের। বিশ্বের প্রথম মুভি হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যার শুট করা হবে সেই মুভির নাম Challenge। জানা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা বেশ কয়েকজন রাশিয়ান এস্ট্রোনটও এই মুভিতে ক্যামিও করবেন।  

প্রসঙ্গত উল্লেখ্য, যে মুভিটা শুট করতে চলেছেন সেই মুভির সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা না গেলেও যে অংশটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে শুট করা হবে সে সম্পর্কে সামান্য কিছু তথ্য মিলেছে। জানা যাচ্ছে একজন মহিলা সার্জেন কে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হচ্ছে একজন মহাকাশচারী কে বাঁচাতে- এমনটাই রয়েছে মুভির প্লট। 

জেনেনিন : পৃথিবীর সব থেকে সুন্দর হাইপার কারের শিরোপা অর্জন করে নিল Bugatti Bolide, এর দাম চোখ কপালে তুলবে

আর সেই প্লটকেই বাস্তবায়িত করতে VFX এর সাহায্য নয়, বাস্তবেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাত্রা করেছে রাশিয়ান এই মুভির টিম। সমস্ত কিছু ঠিকঠাক গেলে অক্টোবর 17 তারিখে তারা আবার ফিরে আসবেন পৃথিবীতে। তাদের সাথে আবার ফিরে আসবেন Oleg Novitsky। তিনি গত ছয় মাস ধরে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে রয়েছেন। 

বিগত কয়েক মাসের মধ্যেই মহাকাশ যাত্রায় অভূতপূর্ব কিছু ঘটনা ঘটে চলেছে। SpaceX, Blue Origin, ভার্জিন আটলান্টিকের মত কোম্পানি গুলো করে চলেছে অসাধ্যসাধন। মহাকাশ যাত্রা হয়ে উঠেছে আরও সহজ। এবার সিনেমাও শুট হতে চলেছে মহাকাশে! সারাবিশ্ব অবশ্যই এই মুভির রিলিজের অপেক্ষায় থাকবে।