কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ! Facebook-এর বিশ্বজুড়ে শাটডাউনে অভাবনীয় লাভ করল Telegram

গত সোমবার সারা বিশ্বজুড়ে প্রায় ছয় ঘণ্টার জন্য বন্ধ ছিল ফেসবুক (Facebook) সহ তাদের অন্যান্য পরিষেবা। বন্ধ ছিল হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এর মত সার্ভিস গুলিও। তবে এই পরিস্থিতি শাপে বর হয়ে দাঁড়িয়েছে টেলিগ্রাম (Telegram)-এর জন্য। 

টেলিগ্রাম এর ফাউন্ডার Pavel Durov জানিয়েছেন ফেসবুক এবং তার সার্ভিসের এতক্ষণ ডাউন হয়ে থাকার জন্য টেলিগ্রামে 70 মিলিয়ন এর বেশী নতুন ইউজার জয়েন করেছেন সেদিন। অর্থাৎ মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সাত কোটির বেশি ইউজার ঝাঁপিয়ে পড়েছেন টেলিগ্রামের মত সিকিওর প্লাটফর্মে। ঝাঁপিয়ে পড়েছেন যোগাযোগ বজায় রাখার চেষ্টায়। 

সাত কোটির বেশি ইউজার ঝাঁপিয়ে পড়েছেন Telegram-এর মত সিকিওর প্লাটফর্মে

এই বিষয়ে বিস্তারিত জানিয়ে Pavel Durov তার টেলিগ্রাম চ্যানেল একটি পোস্ট করেছেন, যেখানে তিনি জানিয়েছেন এই হতবাক করা ঘটনাটির ব্যাপারে।তবে এই ঘটনা নতুন নয়। হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি এবং টার্মস অ্যন্ড কন্ডিশনস আপডেট করার পর হোয়াটসঅ্যাপ ছেড়ে টেলিগ্রাম বা সিগনাল (Signal) এর মত জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মেও অনেক ইউজার ঝাঁপিয়ে পড়েছিলেন। 

তারপর থেকে ধীরে ধীরে হোয়াটসঅ্যাপের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু হঠাৎ করে এতক্ষণের জন্য ফেসবুকের সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যাওয়াতে যোগাযোগের মাধ্যম হিসাবে টেলিগ্রাম কেই আকড়ে ধরেছেন ইন্টারনেট তা নিশ্চিতভাবেই বলা যায়।

জেনেনিন : পৃথিবীর সব থেকে সুন্দর হাইপার কারের শিরোপা অর্জন করে নিল Bugatti Bolide, এর দাম চোখ কপালে তুলবে

শুধুমাত্র এটুকু বলেই ক্ষান্ত হননি Pavel। তিনি সকলকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন তাদের প্লাটফর্মে এবং তার সাথে যারা পুরনো ইউজার রয়েছেন তাদেরকে সাহায্য করতে বলেছেন সমস্ত নতুন ইউজারদেরকে। যাতে তাদের এই প্লাটফর্মে কোনোরকম অসুবিধা না হয়। তবে একসাথে এত ইউজার টেলিগ্রামে জয়েন করাতে আমেরিকার কিছু কিছু অঞ্চলে সামান্য স্লো হয়ে গিয়েছিল টেলিগ্রামও। সেই পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক করে নেওয়া হয়েছে এমনটাও জানিয়েছেন তিনি। 

সোমবারে এই পরিস্থিতির শিকার কি আপনি হয়েছেন ? এতক্ষণ ফেসবুকে সার্ভিস বন্ধ থাকায় আপনি কি অন্য কোন সার্ভিসের জয়েন করেছিলেন?