পৃথিবীর সব থেকে সুন্দর হাইপার কারের শিরোপা অর্জন করে নিল Bugatti Bolide, এর দাম চোখ কপালে তুলবে

Bugatti Bolide
Bugatti Bolide Named as the Most Beautiful Hypercar Design (Image : Bugatti)

2024 সালে সিডিউল করা হয়েছে Bugatti Bolide-এর এই মডেলের প্রথম ডেলিভারি। কিন্তু ইতিমধ্যেই পৃথিবীর সবথেকে সুন্দর হাইপার কারের তকমা ছিনিয়ে নিল এর দুর্ধর্ষ ডিজাইন। এক ঝলকে এর ডিজাইন দেখে যেকোনো কারোরই হতবাক হয়ে যাওয়া নিশ্চিত। আর সেই নিপুণ কাজেরই পুরস্কার পেয়েছে তারা। 

পৃথিবীর সবথেকে সুন্দর হাইপার কারের তকমা ছিনিয়ে নিল Bugatti Bolide

প্যারিসে 36 তম ফেস্টিভ্যাল অটোমোবাইল ইন্টারন্যাশনাল (Festival Automobile International)-এ এক ঝাঁক প্রফেশনাল ডিজাইনারের ভোটে এই তকমা ছিনিয়ে নিয়েছে Bugatti Bolide। গত বছরেই এই হাইপার কারটিকে এক কনসেপ্ট মডেল হিসেবে ইন্ট্রোডিউস করেছিল Bugatti সকলের সামনে। আর অফিশিয়াল লঞ্চ বা ডেলিভারির আগেই এই তকমা ছিনিয়ে নেওয়ায় রীতিমতো শোরগোল পড়ে গেছে সারা বিশ্বজুড়েই। 

প্রসঙ্গত উল্লেখ্য Bugatti-র এই মডেলের মধ্যে ব্যবহার করা হয়েছে W16 কোয়াড টার্বো চার্জড ইঞ্জিন। আর এই ইতিমধ্যেই সকলের প্রশংসা কুড়িয়ে নেওয়া ডিজাইনের মধ্যে খুব সামান্য কয়েকটা পরিবর্তন করে প্রোডাকশন মডেলে নিয়ে চলে আসা হবে এমনটাই জানানো হচ্ছে। এই বিষয়ে জানাতে গিয়ে Bugatti-র ডিজাইন ডাইরেক্টর Achim Anschidt জানিয়েছেন, “Bolide ছিল আমাদের ডিজাইন টিমের জন্য সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ এবং এক ধরনের মানসিক পরীক্ষা।” যার সফলতা ইতিমধ্যেই পেয়েছে Bugatti টিম। 

জেনেনিন : ধামাকা অফার, Vodafone Idea দিচ্ছে 2GB বোনাস Data, এমন অসাধারণ সুযোগ মিস করবেন না, এখুনি জেনেনিন পদ্ধতি

Bugatti Bolide-এর দাম কত রাখা হয়েছে? 

সারা পৃথিবী জুড়ে শুধু মাত্র চল্লিশটা ইউনিট তৈরি করা হবে এই কার মডেলের। আর এর দাম যে ভালোরকমের হবেই সে তো আর বলতে হয় না। এর দাম ঠিক করা হয়েছে ইউনিট প্রতি 4 মিলিয়ন ইউরো। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 34.5 কোটি টাকা। কেমন লাগলো Bugatti Bolide-এর এই ডিজাইন আপনার? অবশ্যই জানাতে ভুলবেন না।