US-এর পরই ক্লাউড হ্যাকিংয়ে বেশি টার্গেট হয়েছে আমাদের দেশ, উঠে আসছে এমনই চাঞ্চল্যকর তথ্য, কিভাবে সাবধান থাকবেন জেনেনিন!

india is the second most targeted country after us for cloud hacking steps to stay secure

বর্তমান পরিস্থিতিতে ওয়ার্ক ফর্ম হোমের প্রবণতা বেড়ে গেছে। বেড়ে গেছে বাড়িতে বসেই ইন্টারনেট ব্যবহারের প্রবণতা। আর এই প্রবণতার সুযোগ নিয়েই বিভিন্ন রকম ভাবে লোক ঠকিয়ে হ্যাকিং এর পরিমাণ বেড়েই চলেছে। এই বিষয়েই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে ক্লাউড হ্যাকিংয়ে টার্গেটের দিক থেকে US-এর পরই দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ইউনাইটেড স্টেটস এর পর ভারত এবং তার পরে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ব্রাজিলের মতো দেশ গুলো। 

ক্লাউড হ্যাকিং এর দিক থেকে US-এর পরই দ্বিতীয় টার্গেট রয়েছে ভারত

ইন্টারনেটে দৌলতে আমাদের অসাবধানতার সুযোগ নিয়ে লোক ঠকিয়ে নেওয়ার প্রবণতা এখন আর নতুন নয়। বর্তমানে কোভিডের সুযোগ নিয়ে এই প্রবণতা বেড়েই চলেছে। একদল লোক যখন ঘরে বসে জীবন সংগ্রামে ব্যস্ত হয়ে রয়েছেন, Work-from-Home করছেন। তখন আরেক দল লোক এই সংগ্রামী মানুষ গুলোকে ঠকিয়ে নিয়ে তাদের পকেটে ভরে চলেছেন। 

এবার এক সমীক্ষায় উঠে এলো এমনই এক চাঞ্চল্যকর তথ্য, যা আপনার হাড়হিম করে দিতে বাধ্য। ইউনাইটেড স্টেটস এরপরই ক্লাউড হ্যাকিংয়ের তালিকায় দ্বিতীয় বেশি টার্গেট হয়েছে আমাদের দেশ। ম্যাকাফির এক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে 2021 সালের Q2 তে এই ধরনের ঘটনার প্রবনতা 64 শতাংশ বেড়ে গেছে। 

এই রিপোর্ট থেকে আরো প্রকাশ পাচ্ছে 2021 সালের Q2 তে সব থেকে বেশি পরিমাণে ক্লাউড হ্যাকিংয়ে ফাঁসিয়ে নেওয়া হয়েছে গভর্নমেন্টকে। তারপরে টেলিকম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এনার্জি এবং মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ইন্ডাস্ট্রিও এই হ্যাকিং থেকে বাঁচতে পারেনি। 2021 সালের Q1 এর তুলনায় Q2 তে এই হ্যাকিং এর পরিমাণ বেড়েছে 60 পার্সেন্ট। আর এই সমস্ত ঘটনায় আমাদেরকে আরও সচেতন করতে বাধ্য করছে। 

এই ঘটনায় আমাদের সচেতন করে দিচ্ছে এই ধরনের সমস্যা থেকে সাবধানে থাকার জন্য। কোন কোন সাবধানতা মেনে চললে আপনি এইধরনের হ্যাকিং থেকে বাঁচবেন? জেনে নিন অবশ্যই- 

1। প্রথমত সিকিওর নয় এমন ওয়েবসাইট ভিজিট করা থেকে বিরত থাকুন। যে ওয়েবসাইট সম্পূর্ণভাবে সিকিউর নয়, সেই ওয়েবসাইটে আপনার সেনসেটিভ ইনফরমেশন দেওয়া বন্ধ করুন। 

2। ব্যাংকিং সংক্রান্ত কাজকর্ম অনলাইনে করার সময় ইনকগনিটো মোড (Incognito Mode) ব্যবহার করুন। প্রয়োজনে ভার্চুয়াল কীবোর্ড (Virtual Keyboard) ব্যবহার করে আপনার ব্যাংকিং রিলেটেড ক্রেডেন্টিয়ালস টাইপ করুন।

জেনেনিন : ধামাকা অফার, Vodafone Idea দিচ্ছে 2GB বোনাস Data, এমন অসাধারণ সুযোগ মিস করবেন না, এখুনি জেনেনিন পদ্ধতি

3। সমীক্ষায় দেখা গেছে ক্র্যাক সফটওয়্যার ডাউনলোড করতে গিয়ে এই ধরনের হ্যাকিং এর প্রবণতায় বেশি সংখ্যক মানুষ পড়েন। তাই এমন কাজ করা বন্ধ করুন।

4। গুগল প্লে স্টোর বা iOS এর অ্যাপ স্টোরে নেই এমন অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ইনস্টল করবেন না। এই ধরণের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে আপনার স্মার্টফোন হ্যাকিং এর পরিমাণ প্রচন্ডভাবে বেড়ে যায়। 

5। আর সর্বোপরি পাসওয়ার্ড অত্যন্ত রকমের সিকিউর দিতে ভুলবেন না একদমই। আপনার বিষয়ে যেকোনো তথ্য, যেমন আপনার জন্ম তারিখ, আপনার বাসস্থান বা আপনার বাবা-মায়ের নাম ইত্যাদি চেনা শব্দগুলোকে পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করবেন না। সম্পূর্ণভাবে অচেনা বা রেনডম কোন লেটার, নাম্বার আর সিম্বল ব্যবহার করে আপনার পাসওয়ার্ড তৈরি করুন। 

6। একই পাসওয়ার্ড বিভিন্ন প্লাটফর্মে ব্যবহার করবেন না। প্রত্যেকটা প্ল্যাটফর্ম এর জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন। 

7। সব সময় সচেতন থাকুন। মনে রাখবেন ইন্টারনেটে কেউ আপনাকে বিনামূল্যে কিছু দেবার জন্য বসে নেই।  তাই লোভ করে কোন কিছু পাবার আশায় সবকিছু হারিয়ে ফেলবেন না। 

অবশ্যই এই বিষয় গুলোকে মেনে চলুন। তাহলে আপনিও ভবিষ্যতে হ্যাকিং থেকে বাঁচতে পারবেন। এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। তাদেরকেও এই বিষয়ে সচেতন করে দিন। এমনই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন।

শুধুমাত্র বাছাই করা ও গুরুত্বপূর্ণ টেক আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন।