খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M22 স্মার্টফোন, পাওয়া যাচ্ছে এমনই ইঙ্গিত, এক নজরে জেনেনিন ফিচারস সহ সমস্ত কিছু বিস্তারিত ভাবে

Samsung Galaxy M22

সম্প্রতি Samsung India Website-এ লাইভ হয়েছে Samsung Galaxy M22 স্মার্টফোনের মাইক্রো সাইট। ইতিমধ্যেই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে SM-M225FV/DS মডেল নাম্বারটিও প্রকাশিত হয়েছে। বিশেষ সূত্র মারফত স্মার্টফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন্সও জানতে পারছি আমরা। লঞ্চের আগেই জেনেনিন কি কি বিষয় জানা যাচ্ছে এই স্মার্টফোন সম্পর্কে।  

Samsung Galaxy M22 স্পেসিফিকেশন্স কেমন? 

এই স্মার্টফোনের মধ্যে পাওয়া যাবে 1600×720 Pixel রেজুলিউশন যুক্ত 6.4-Inch HD+ sAMOLED Display। একই সাথে রয়েছে 90Hz Refresh Rate। এছাড়াও থাকছে Mali-G52 MC2 GPU বিশিষ্ট MediaTek Helio G80 Chipset। স্টোরেজ হিসেবে থাকছে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। এছাড়াও প্রয়োজনে আপনি microSD Card ব্যবহার করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন। 

এরই পাশাপাশি স্মার্টফোনের মধ্যে আপনি পেয়ে যাবেন কোয়াড ক্যামেরা সেটআপ। যার মধ্যে থাকছে 48MP Primary Camera, 8MP Wide-Angle Lens, 2MP Depth Sensor এবং 2MP Macro Lens। একই সাথে পাবেন 13MP Water Drop Notch Selfie ক্যামেরা। 

জেনেনিন : Amazon Great Indian Festival সেলে Power Banks কিনে নিতে পারবেন হিউজ ডিসকাউন্টে, এই সুযোগ মিস করবেন না

এখানেই শেষ নয় রয়েছে 5000mAh ব্যাটারি, 4G LTE, Dual-Band Wi-Fi, Bluetooth, GPS এবং USB Type-C চার্জিং পোর্ট। আরও থাকছে Side-Mounted Fingerprint Sensor। স্মার্টফোনটি Android 11 OS, OneUI 3.1 দ্বারা পরিচালিত হবে। এটির পরিমাপ 159.9 x 7 x 8.4mm এবং ওজন 186 গ্রাম।

দাম কত হতে পারে?

স্মার্টফোনটির দাম এখনও সংস্থার তরফ থেকে জানানো হয়নি। তবে জানা গেছে খুব শীঘ্রই এর দাম প্রকাশ করা হবে ভারতের বাজারে। ডিভাইসটি আমাদের দেশে Black, White এবং Blue কালার অপশনে পাওয়া যাবে। কি ভাবছেন আপনি এই স্মার্টফোন সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।