বিশ্বের অন্যতম জনপ্রিয় কোরআন অ্যাপ্লিকেশন কে ব্যান করে দিল চীনের সরকার, সারা বিশ্বজুড়ে নিন্দার ঝড়

Apple Removes Quran Majeed App from China App Store

বিশ্ব বিখ্যাত টেক কোম্পানি Apple পৃথিবীর অন্যতম জনপ্রিয় এক কোরআন অ্যাপ্লিকেশন কে ব্যান করে দিল চিনে। আর চীনের অফিসিয়ালদের অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন তথ্যই জানাচ্ছে বিবিসি। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় কোরআন অ্যাপ্লিকেশন কে ব্যান করে দিল চীনের সরকার

অ্যাপ্লিকেশনটির নাম কোরআন মাজীদ (Quran Majeed)। সারা পৃথিবী জুড়েই এই অ্যাপ্লিকেশনটির জনপ্রিয়তা অত্যধিক রকমের বেশি। বিশ্বের প্রায় সকল দেশেই অ্যাপ্লিকেশনটি উপলব্ধ রয়েছে এখনো পর্যন্ত।  প্রায় দেড় লক্ষ রিভিউ রয়েছে অ্যাপ্লিকেশনটিতে। সেটা থেকেই বোঝা যায় এই অ্যাপ্লিকেশনের প্রকৃত জনপ্রিয়তা ঠিক কতটা। আর চিনে প্রায় 10 লক্ষ ইউজার রয়েছেন এই App এর। 

তবে এই রকম জনপ্রিয় এবং ধর্মীয় অ্যাপ্লিকেশনকে শেষ পর্যন্ত অ্যাপেল তাদের অ্যাপ স্টোর (App Store) থেকে রিমুভ করে দিল চিনে। জানা যাচ্ছে চীনের অফিশিয়াল দের কমপ্লেন ছিল এই এপ্লিকেশন নিয়ে বেশ কিছুদিন ধরেই। বলা হচ্ছিল এর মধ্যে ইল্লিগাল ধর্মীয় টেক্সট রয়েছে। তবে কোরআন সম্বন্ধীয় এই অ্যাপ্লিকেশনের মধ্যে কিভাবে অনৈতিক তথ্য বা টেক্সট রয়েছে সেই সম্পর্কে এখনও কোন কিছু উত্তর দেয়নি চীনের সরকার। চীনের সরকারের চাপে অ্যাপেলের এই সিদ্ধান্তে সারা বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। 

জেনেনিন : Google Play Store থেকে বাদ গেল এই তিনটি ক্ষতিকারক অ্যাপ্লিকেশন, এক্ষুনি রিমুভ করে দিন আপনার স্মার্টফোন থেকে, চুরি করে নিচ্ছে আপনার ছবি ও টাকা

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ইসলাম ধর্মালম্বী মানুষদের ওপর চীনের সরকারের কঠোর মনোভাব দেখা গিয়েছিল। যদিও চীনের কমিউনিস্ট পার্টি ইসলামকে অফিশিয়ালি এক ধর্ম হিসেবে রেকগনাইজ করে। তবুও ইসলামের ওপর একের পর এক কঠোর মনোভাব নিতে দেখা গেছে চীনের সরকার কে। এই ক্ষেত্রে ঠিক কোন কারণে কোরআন সম্বন্ধীয় এই অ্যাপ্লিকেশন থেকে ব্যান করে দেওয়া হল সেই বিষয়ে কোনো সঠিক তথ্য অ্যাপেল বা চীনের সরকারের তরফ থেকে জানানো হয়নি। 

তবে এই App-এর ডেভেলপারদের বক্তব্য যে অ্যাপেল তাদের জানিয়েছে চীনের অ্যাপ স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনকে রিমুভ করে দেওয়া হয়েছে। তার কারণ এর মধ্যে এমন কিছু কন্টেন্ট রয়েছে যা চীনের সরকারের অ্যাডিশনাল ডকুমেন্টেশনের প্রয়োজন। এই বিষয় নিয়ে আপনার কি মতামত? অবশ্যই জানাতে ভুলবেন না। অবশ্যই খবরটিকে শেয়ার করুন। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।