আজই রয়েছে Apple Unleashed Event, এই সমস্ত প্রোডাক্টস লঞ্চ হতে পারে, জেনেনিন কিভাবে দেখবেন

Apple Unleashed Event Announced Bangla

গত সপ্তাহেই পৃথিবী বিখ্যাত টেক কম্পানি অ্যাপেল (Apple) ঘোষণা করেছিল তাদের Unleashed ইভেন্ট সম্পর্কে। আর আজই রয়েছে সেই ইভেন্ট। চলুন দেখে নেওয়া যাক এই ইভেন্টে কোন কোন প্রোডাক্ট লঞ্চ করতে পারে অ্যাপেল। তার সাথে এর সময় এবং কিভাবে এই ইভেন্ট দেখবেন সমস্ত কিছু জেনে নেব আমরা আজকের আর্টিকেলে। 

কবে রয়েছে আপেলের এই ইভেন্ট? 

Apple Unleashed ইভেন্ট রয়েছে আজই, অর্থাৎ অক্টোবরের 18 তারিখ। ইভেন্ট শুরু হবে ভারতীয় সময় রাত 10:30 মিনিটে। 

কিভাবে দেখা যাবে অ্যাপেল Unleashed ইভেন্ট? 

অ্যাপেল Unleashed ইভেন্ট সরাসরি লাইভ স্ট্রিম করা হবে অ্যাপেলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আপনি নিজের দেওয়া ভিডিওতে নোটিফিকেশন অপশনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে পারবেন।  

কোন কোন প্রোডাক্ট লঞ্চ হতে পারে এই ইভেন্টে? 

এখনো পর্যন্ত এই ইভেন্টে কোন কোন প্রোডাক্ট লঞ্চ হবে সেই সম্পর্কিত অফিশিয়ালি কোনরকম খবর প্রকাশ করেনি অ্যাপেল। তবে জানা যাচ্ছে নতুন ম্যাকবুক প্রো (MacBook Pro) নিয়ে আসা হবে যার মধ্যে M1X চিপসেট থাকবে যা। আগের চিপসেটের তুলনায় অত্যন্ত পাওয়ারফুল হবে। এই চিপসেট 64 GB পর্যন্ত RAM সাপোর্ট করতে পারে। 

জেনেনিন : Google Play Store থেকে বাদ গেল এই তিনটি ক্ষতিকারক অ্যাপ্লিকেশন, এক্ষুনি রিমুভ করে দিন আপনার স্মার্টফোন থেকে, চুরি করে নিচ্ছে আপনার ছবি ও টাকা

আর মনে করে হচ্ছে এই নতুন ম্যাকবুক প্রো দুটো ভেরিয়েন্ট উপলব্ধ হবে। বেস ভেরিয়েন্টে থাকবে 14 ইঞ্চি স্ক্রিন এবং তার সাথে থাকবে একটি 16 ইঞ্চির স্ক্রিন ভেরিয়েন্ট। তারই সাথে আসতে পারে Airpods 3। যার মধ্যে AirPods Pro-এর মতোই ডিজাইন থাকবে। কিন্তু স্টেম থাকবে একটু ছোট। AirPods 3 সাপোর্ট করতে পারে ওয়ারলেস চারজিং। থাকতে পারে এর মধ্যে নতুন চিপও। 

সমস্ত কিছু মিলিয়ে আজকের ইভেন্টের জন্য সারা বিশ্বজুড়ে অ্যাপেল প্রেমিকরা অধীর আগ্রহে অপেক্ষায় থাকবেন। আপনি যদি দেখতে চান এই Unleashed ইভেন্ট তাহলে নিচের ভিডিওতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন।