পুরানো পোর্ট ও নতুন প্রসেসরের সাথেই লঞ্চ হয়ে গেল MacBook Pro 2021, এখুনি জেনেনিন স্পেসিফিকেশন্স এবং দামসহ সমস্ত কিছু

MacBook Pro 2021

সম্প্রতি Apple Unleashed ইভেন্টের মাধ্যমেই লঞ্চ হয়ে গেল MacBook Pro 2021। এই Cupertino টেক জায়ান্ট 14-Inch এবং 16-Inch দুটি ভিন্ন মডেলের MacBook লঞ্চ করেছে। তারই সাথে লঞ্চ করা হয়েছে AirPods 3। চলুন জেনে নেওয়া যাক এই ম্যাকবুক প্রো-র স্পেসিফিকেশন্স, দাম এবং আমাদের দেশে এভেলবিলিটি সম্পর্কে। 

MacBook Pro 2021 স্পেসিফিকেশন্স কেমন রয়েছে?

এই নতুন MacBook Pro 2021-এর মধ্যে আপনি পেয়ে যাবেন 1080p Camera Sensor। একই সাথে রয়েছে ProMotion Display অর্থাৎ থাকছে 120Hz Refresh Rate সাপোর্ট। এছাড়াও সংস্থা দাবি করেছে, বিশ্বের যেকোন ল্যাপটপের তুলনামূলক সবথেকে উন্নত এবং অসাধারণ ডিসপ্লে ইনক্লুড রয়েছে এর মধ্যে। 

এরই পাশাপাশি MacBook Pro 14-inch Base ভেরিয়েন্টে (M1 Pro) পাবেন 67W ফাস্ট চার্জিং সুবিধা। একই সাথে Superior মডেলের মধ্যে রয়েছে (M1 Pro) 96W ফাস্ট চার্জিং ফিচারস। এছাড়াও MacBook Pro 16-Inch (M1 Pro & M1 Max) উভয় ক্ষেত্রেই পেয়ে যাবেন 140W ফাস্ট চার্জিং সুবিধা।

উভয়ই MacBook-এই নতুন ডিজাইন দেখতে পাবো আমরা। একই সাথে ম্যাকবুকগুলিতে MagSafe Charging Technology ইনক্লুড রয়েছে বলে জানা গেছে। আবার পুরানো স্লট গুলিকে ফিরিয়ে এনে থাকছে একটি Card Reader Slot, চারটি Thunderbolt 4 পোর্ট এবং একটি HDMI পোর্ট।

দাম কত রাখা হয়েছে?

প্রথমত MacBook Pro 14-Inch (M1 Pro)  8-Core CPU যুক্ত 14-Core GPU বিশিষ্ট 16GB RAM এবং 512GB SSD স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় 1,94,900 টাকা। একই সাথে MacBook Pro 14-Inch (M1 Pro) 10-Core CPU বিশিষ্ট 16-Core GPU যুক্ত 16GB RAM + 1TB SSD ভেরিয়েন্ট এর দাম 2,39,900 টাকা।

জেনেনিন : মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসা হবে পাথরের স্যাম্পেল, প্রথম পদক্ষেপ কমপ্লিট, আশায় বুক বাঁধছে NASA

এছাড়াও MacBook Pro 16-Inch (M1 Pro) যার মধ্যে স্টোরেজ হিসেবে থাকছে 16GB RAM + 512GB SSD। আরও রয়েছে 10-Core CPU এবং 16-Core GPU। এর দাম রাখা হয়েছে 2,39,900 টাকা। একই সঙ্গে MacBook Pro 16-inch (M1 Pro) 10-Core CPU যুক্ত 16-Core GPU বিশিষ্ট 16GB RAM এবং 1TB SSD স্টোরেজ মডেলের দাম 2,59,900 টাকা। 

এরই পাশাপাশি MacBook Pro 16-inch (M1 Max)  10-Core CPU দ্বারা নির্মিত 32-Core GPU বিশিষ্ট 32GB RAM এবং 1TB SSD স্টোরেজ ভেরিয়েন্ট এর জন্য আপনাকে খরচ করতে হবে ইন্ডিয়ান রুপিতে 3,29,900 টাকা। 

কোথা থেকে কিনবেন?

উল্লেখিত উভয় ল্যাপটপ Space Grey এবং Silver এই দুটি কালার অপশনে উপলব্ধ রয়েছে। গ্রাহকরা এটি Apple India Website থেকে কিনে নিতে সক্ষম হবেন। কি ভাবছেন আপনি এই নতুন MacBook সম্বন্ধে? তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না।

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।