মঙ্গল গ্রহের শব্দ কেমন? Perseverance-এর রেকর্ড করা একগুচ্ছ শব্দ রিলিজ করলো NASA, মিস করবেন না

nasa releases sound of mars recorded by perseverance rover
Perseverance Rover has Two Microphones (Image Credit : NASA)

এই বছরেরই ফেব্রুয়ারি মাসের 18 তারিখে মঙ্গল গ্রহে পদার্পণ করে Perseverance রোভার। এর মুখ্য উদ্দেশ্য ছিল একটাই, মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজা। আর তার সাথে পাথর এবং মাটির স্যাম্পেল সংগ্রহ করা। পাথর এবং মাটির স্যাম্পল সংগ্রহ করাতে অনেকটাই অগ্রসর হয়েছে Perseverance রোভার। দিয়েছে মঙ্গল গ্রহে আগে থাকা জলের প্রমাণও। 

আবার Perseverance-এর সংগ্রহ করা পাথরের স্যাম্পেল পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছে NASA। এই সব পরিস্থিতির মধ্যেই আর এক চমকপ্রদ খবর প্রকাশ করেছে NASA।

Perseverance-এর রেকর্ড করা একগুচ্ছ শব্দ রিলিজ করলো NASA

জানা যাচ্ছে পার্সিভারেন্স এর মধ্যে দুটো মাইক্রোফোন দেওয়ার রয়েছে। যার সাহায্যে সেই গ্রহের নানান রকম শব্দ রেকর্ড করা হচ্ছে নাসার পক্ষ থেকে। এই ছয় চাকা যুক্ত রোভাররের মধ্যে ক্যামেরাতো রয়েছেই। সেই ক্যামেরার সাহায্যে ফটো-ভিডিও রেকর্ডিয়ের সাথে সাথে এই শব্দ রেকর্ড চলছে। যা সেই সমস্ত ফটো-ভিডিওতে অন্য মাত্রা যোগ করেছে।

এবার এই পার্সিভারেন্স রোভারেরই রেকর্ড করা বেশ কিছু শব্দ রিলিজ করলো নাসা। যে শব্দ শুনে আপনি হতবাক হয়ে যাবেন। মনে হবে যেন ঠিক কোনো সায়েন্স ফিকশনের জগতেই রয়েছেন। তার মধ্যে যেমন মঙ্গল গ্রহে হাওয়া বওয়ার শব্দ যেমন রয়েছে, তেমনই পাথুরে জমির ওপর সেই রোভারের এগিয়ে চলার শব্দও রয়েছে। রয়েছে নাসার স্পেইসক্রাফট এর ওড়ার শব্দও।  

আপনি যদি এই শব্দ গুলো শুনতে চান, নিচে দেওয়া ভিডিও প্লে করুন। অবশ্যই ইয়ার ফোন ব্যবহার করুন। এর সাহায্যে এই শব্দ গুলোকে আপনি আরো ভালভাবে শুনতে পারবেন। 

কেমন লাগলো পার্সিভারেন্স এর এই রেকর্ড করা সাউন্ড গুলো আপনার? আমাদের জানাতে ভুলবেন না। বাংলা ভাষায় মহাকাশের সাথে সাথেই লেটেস্ট টেকনোলজি সম্পর্কিত এইরকমই গুরুত্বপূর্ণ আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। 

এরকমই গুরুত্বপূর্ণ টেক আপডেট মিস না করতে চাইলে আমাদের সঙ্গে থাকুন, শ্রেষ্ঠ থাকুন। প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ টেক আপডেট WhatsApp-এ পেতে এখানে ক্লিক করুন।