গুগল Play Store এ সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের স্থান কেড়ে নিল Telegram, দ্বিতীয় স্থানে রয়েছে কোন App জানেন ?

Telegram

হোয়াটসঅ্যাপ তাদের প্রাইভেসি পলিসি আপডেট করার পর একের পর এক বিতর্ক ধাওয়া করতে থাকে তাদের। এমনকি অনেক ইউজার হোয়াটসঅ্যাপ ছেড়ে বেরিয়ে আসতেও দ্বিধাবোধ করেননি। তারা জয়েন করেছেন টেলিগ্রামের মত সিকিওর অ্যাপ্লিকেশনে। সেই জন্যই অত্যধিক ভাবে বেড়েছে Telegram অ্যাপ্লিকেশনের ডাউনলোড এর সংখ্যা।

লেটেস্ট সেন্সর টাওয়ার এর রিপোর্ট অনুযায়ী জানুয়ারি মাসে গুগল প্লে স্টোরে সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের জায়গা দখল করে নিয়েছে টেলিগ্রাম(Telegram)। এই লিস্টে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতে ব্যান হয়ে যাওয়া টিকটক App! নয় নম্বর পজিশন থেকে Telegram গুগল প্লে স্টোরে গত মাসে ডাউনলোডের বিচারে সর্বপ্রথম পজিশনে উঠে এসেছে। যেটা সত্যিই একটা বিশাল ব্যাপার তাদের জন্য। অ্যাপ স্টোরে এখন এটি সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপ্লিকেশনের তালিকায় রয়েছে চতুর্থ স্থানে। 

শুধুমাত্র জানুয়ারি মাসেই অ্যাপ্লিকেশনকে 630 লক্ষ ইন্সটল করা হয়েছে। আর যার মধ্যে 24 শতাংশ ইন্সটল হয়েছে ভারত থেকেই। ভারতের পর 10 শতাংশ ইন্সটল হয়েছে ইন্দোনেশিয়া থেকে। টেলিগ্রাম ইতিমধ্যেই নতুন আপডেটে হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট মুভ করা অনেক সহজ করে দিয়েছে। তারা এই পন্থা অবলম্বন করেছে হোয়াটসঅ্যাপ থেকে যে নতুন ইউজাররা টেলিগ্রামের জয়েন করেছেন তাদের সুবিধার জন্যই।

জেনে নিন : WhatsApp Web এ যোগ হচ্ছে নতুন সিকিউরিটি লেয়ার, সুবিধা হবে সবারই

প্রসঙ্গত উল্লেখ্য, সিকিউরিটির ব্যাপারে টেলিগ্রামের সুখ্যাতি সবারই জানা। আর হোয়াটসঅ্যাপের মতো বেশিরভাগ ফিচারগুলো টেলিগ্রামে থাকলেও টেলিগ্রামে নিজস্ব কিছু ইউনিক ফিচার রয়েছে।  যেগুলো অবশ্যই সকলের কাছে অত্যন্ত রকমের জনপ্রিয়। এমনকি এখানে কারোর সাথে যোগাযোগ করতে গেলে আপনার ফোন নাম্বার শেয়ার না করেই যোগাযোগ করা যায়। যেটা প্রচন্ড রকম সুবিধাজনক হয় সকল ইউজারদের জন্যই। 

আর সব মিলিয়ে টেলিগ্রামের বাজার সরগরম সেটা নিশ্চিতভাবেই বলা যায়। আপনি কি টেলিগ্রাম ব্যবহার করেন ?