Flipkart ও Google নিয়ে এসেছে দারুন এক অফার। আর এই অফার চলছে 22 জানুয়ারি 2021 থেকে 25 ফেব্রুয়ারি 2021পর্যন্ত। মানে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এই অফারের। এক্ষুনি জেনে নিন এই অফার সম্পর্কে বিস্তারিত। আর মাত্র 499 টাকা দিয়ে আপনি কিনে দিতে পারবেন গুগল হোম মিনি।
কিভাবে Google Home Mini মাত্র 499 টাকায় কিনতে পারবেন ?
Google Home Mini আপনি মাত্র 499 টাকায় কিনতে পারবেন Flipkart থেকে। আর তার জন্য একটা গেম আপনাকে সফল ভাবে খেলতে হবে। সেই গেমটা খেলার জন্য আপনার স্মার্টফোনে Google Assistant এর সাহায্য নিয়ে বেসিক্যালি কয়েকটা কাজ আপনাকে সম্পন্ন করতে হবে সফল ভাবে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন কাজ আপনাকে সম্পন্ন করতে হবে ও কীভাবে আপনি কাজগুলো সম্পন্ন করবেন সঠিক ভাবে।
এই বিষয়ে জানিয়ে রাখি আপনি আপনার স্মার্টফোনে Ok Google বলে গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন করে নিতে পারবেন।
– Ok Google বলে আপনি বলুন Play Google Home Mini Game গেম।
তাহলে আপনাকে সেই গেম এর অফিশিয়াল পেজে নিয়ে চলে যাবে গুগল অ্যাসিস্ট্যান্ট।
সেখানে গিয়ে আপনাকে কিছু নির্দেশ দেওয়ার মাধ্যমে কিছু খুব সহজ কাজ করতে দেওয়া হবে। যেমন Google Assistant এর মাধ্যমে সেলফি তোলা, ওয়েদার জানা, ইউটিউব ভিডিও প্লে করা ইত্যাদি। সেগুলি দেখে নিয়ে একে একে গুগল এসিস্ট্যান্ট কে দিয়ে সেই কাজ গুলি করিয়ে নিন।
কাজ গুলি করবেন কিভাবে –
প্রথমে বলুন Ok Google Play Google Home Mini Game ।
তারপর বলুন, Ok Google What is the weather tomorrow?
তারপর বলুন, Ok Google Set an Alarm ও তারপর এক এলার্ম সেট করুন।
তারপর, Ok Google Take a Selfie ও
সেলফি তোলা হয়ে গেল বলুন, Ok Google Play Youtube Video ।
এইভাবে কাজগুলি গুগল অ্যাসিস্ট্যান্ট কে দিয়ে আপনি যদি সঠিকভাবে করিয়ে নেন এবং আপনি যদি প্রথম 500 জন ইউজারদের মধ্যে হন তাহলে আপনি কুপন কোড পেয়ে যাবেন। প্রত্যেক দিন দেওয়া হবে এই কুপন কোড।
জেনে নিন : ঠিক যেন সায়েন্স ফিকশন থেকে নিয়ে আসা ফোন, দেখেনিন Xiaomi-র নতুন Concept Smartphone
কাজগুলো সম্পন্ন করবেন সঠিক ভাবে ও আপনি আবার গুগল অ্যাসিস্ট্যান্ট কে বলবেন Play Google Home Mini Game! তখন আপনাকে একটা কুপন কোড দেখিয়ে দেওয়া হবে। সেই কুপনটা পরবর্তীকালে আপনি ফ্লিপকার্টে গিয়ে রিডিম করতে পারবেন। এই গোপন কোডের সাহায্যে যখন আপনি গুগল হোম মিনি কে যখন আপনার কার্টে অ্যাড করে নেবেন তখন মাত্র চারশ নিরানব্বই টাকার অ্যামাউন্ট আপনাকে দেখানো হবে। অর্থাৎ মাত্র চারশ নিরানব্বই টাকা দিয়ে তখন আপনি এই গুগল হোম মিনি কে কিনে নিতে পারবেন।
নিশ্চিতভাবেই এটা একটা দারুন অফার চলছে। আপনি যদি গুগল হোম মিনি নেওয়ার কথা ভাবেন তাহলে থেকে তাহলে অবশ্যই চেষ্টা করে দেখুন। আপনিও জিতে নিতে পারেন একটি 499 টাকার গুগল হোম মিনি।