ঠিক যেন সায়েন্স ফিকশন থেকে নিয়ে আসা ফোন, দেখেনিন Xiaomi-র নতুন Concept Smartphone

টেকনোলজি খুব দ্রুত ইভলভ করে চলেছে আর তারই জন্য আমরা নিত্যনতুন নানান ধরনের গ্যাজেট দেখতে পাচ্ছি। নতুন নতুন স্মার্টফোন আসছে বাজারে নানান নতুন ফিচারের সাথে। সেই ট্রেন্ড বজায় রেখেই শাওমি এবার অফিশিয়ালি অনাউন্স করে দিল তাদের নতুন এক কনসেপ্ট স্মার্টফোন। রীতিমত এই স্মার্টফোনকে দেখে মনে হয়েছে যেন সাইন্স ফিকশন থেকে বেরিয়ে আসা স্মার্টফোন।

কি কি সুবিধা রয়েছে এই স্মার্টফোনে ? 

স্মার্টফোনে এই প্রথম ব্যবহার করা হয়েছে কোয়ার্ড কার্ভড ওয়াটারফল ডিসপ্লে কে। অর্থাৎ এর ডিসপ্লেটা চারিদিক থেকে দেখে আপনার মনে হবে যেন ঠিক এক ওয়াটারফল। এত সুন্দর ভাবে কার্ভ করা এই ডিসপ্লে।

আমরা ইতিমধ্যে দেখতে শুরু করে দিয়েছি স্মার্টফোনে পোর্টের সংখ্যা কমিয়ে নিয়ে আসা হচ্ছে। সে দিক থেকে শাওমির এই কনসেপ্ট স্মার্টফোন আরও একধাপ এগিয়ে। কোনরকম পোর্ট থাকছে না এই স্মার্টফোনে। কোনরকম বাটন ও নেই এই স্মার্টফোনে। ফিজিক্যাল সিম কার্ডও ব্যবহার করা যাবেনা। যদি এই স্মার্টফোন আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে ই-সিম কার্ড ব্যবহার করতে হবে। 

আর ব্যাক সাইডে যদি দেখেন সেখানে কোনো রকম ক্যামেরাও আপনি দেখতে পারবেন না প্রথম দেখাতেই। এখানে ব্যবহার করা হয়েছে আন্ডার ডিসপ্লে ক্যামেরা। অর্থাৎ কোনো রকম পোর্ট তো নেই। তার সাথে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকছে, ওয়ারলেস চারজিং থাকছে, থাকছে ই সিমের সুবিধা।

প্রেসার সেনসিটিভ টাচ সেন্সর রয়েছে। এই সমস্ত সুবিধা গুলিকে মিলিয়ে মিশিয়ে এই বিস্ময়কর ভবিষ্যতের কনসেপ্ট ফোন শোকেস করেছে শাওমি। আর সর্বোপরি মোট 46 টি পেটেন্ট এই স্মার্টফোনে প্রয়োগ করেছে শাওমি। সব মিলিয়ে এই অসাধ্য সাধন করতে পেরেছে শাওমির ইঞ্জিনিয়াররা। 

জেনে নিন হুহু করে কমছে FAU-G গেমের Play Store রেটিং, কারণটা আপনাকে হতবাক করেদেবে

এই বিষয়ে একটি কথা বলে রাখা ভালো, শাওমির শেয়ার করা এই কনসেপ্ট ফোনের ব্রাইটেন্ড ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে স্মার্টফোনের চারটি কোন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেমন লাগলো শাওমির এই কনসেপ্ট ফোন আপনার? কমেন্ট করে জানাতে ভুলবেন না।